ABP Ideas of India, Day 1: "বড় শহরগুলিতে সহজভাবে বাস করুন, যাতে আমরা পাহাড়ে সহজভাবে বাঁচতে পারি," এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়া-র মঞ্চে এসে এমনই মন্তব্য করলেন ইঞ্জিনিয়ার-ইনোভেটর সোনম ওয়াংচুক। শুক্রবার ভরা হলে ওয়াংচুক বলেন, ''বিশ্বকে বাঁচিয়ে রাখতে সহজভাবে চলার গুরুত্ব বোঝা উচিত সবার। এই বার্তাই সকলকে দিতে চাই।''
ABP Ideas of India: ওয়াংচুকের ভাবনা
শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে এবিপি নেটওয়ার্কের প্রথম 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' শীর্ষ সম্মেলন। ২৫-২৬ মার্চ এই দুই দিন মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। প্রথম দিনের সেই সম্মলেনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার-ইনোভেটর সোনম ওয়াংচুক। অভিনেতা গুল পনাগের সঙ্গে 'সাসটেনবল সোসাইটি' প্রসঙ্গে নিজের মত জানান ওয়াংচুক। প্রকৃতি বাঁচিয়ে রাখতে 'Recycle, Reuse ও Renew'-মন্ত্রে জোর দেন SECMOL-এর ফাউন্ডিং ডিরেক্টর।
ABP Ideas of India: এদিন ৪৫ মিনিটের আলোচনাচক্রে কীভাবে পরিবর্তনশীল জলবায়ু নিয়ন্ত্রণে ভবিষ্যতের পদক্ষেপ নেওয়া উচিত তা তুলে ধরেন এই 'এডুকেটর-ইনোভেটর'। এদিন তিনি বলেন, '' শহরাঞ্চলের মানুষের কিছু অভ্যেসের জন্য গ্রাম বিশেষ করে পাহাড়ের মানুষদের উপর মারাত্মক প্রভাব পড়ে। এই পাহাড়ের মানুষরাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে রয়েছেন।''
ABP Ideas of India: কেমন ছিল ওয়াংচুকের জীবন ?
মাত্র পাঁচটি ঘর বিশিষ্ট লাদাখের একটা প্রত্যন্ত গ্রামে জন্ম ও বেড়ে ওঠা ওয়াংচুকের। ৯ বছর বয়স পর্যন্ত কোনও আনুষ্ঠানিক শিক্ষা পাননি তিনি। তবে এই স্কুলের শিক্ষা না পাওয়ার বিষয়টা তারিয়ে উপলব্ধি করেছেন ওয়াংচুক। সেই কারণ নিজেই বলেন, ওই নির্দিষ্ট বয়স পর্যন্ত স্কুল না যাওয়াটাই তাঁর কাছে আশীর্বাদের মতো। কারণ তিনি বিশ্বাস করেন, স্কুল আসলে শিশুদের "রেজিমেন্টে" পরিণত করে।
ABP Ideas of India: ডিজিটালাইজেশনের পথেই উন্নতি
ওয়াংচুক ছাড়াও এদিন দেশের উন্নতি প্রসঙ্গে মানব উন্নয়ন সূচকের বিষয়ে নিজের মত জানান ইনফোসিসসের (Infosys) প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান। 'এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়া'র(ABP Ideas Of India)শীর্ষ সম্মেলনে নারাযণ মূর্তি বলেন, ''মানব উন্নয়ন সূচকের উন্নয়ন হলে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাড়ি, বিচারব্যবস্থার মতো বিষয়। এন আর নারায়ণ মূর্তির মতে, ডিজিটালাইজেশন ছাড়া কখনোই একটি উন্নত ভারতের কল্পনা সম্ভব নয়।''
ABP Ideas of India: প্রযুক্তি কি মানুষের বিকল্প হতে পারে ?
এদিনের অনুষ্ঠানে ক্লাউড প্রযুক্তির আবির্ভাবের সাথে IA, 5G নিয়েও আলোচনা হয়। যেখানে নারায়ণ মূর্তিকে মেশিন মানুষের বিকল্প হতে পারে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে ইনফোসিসের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান (EMERITUS) বলেন, ''আমি বিশ্বাস করি, এই প্রযুক্তিগুলি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে। মানুষ এই প্রযুক্তি থেকে উপকৃত হবে। আমাদের যুবকদের জন্য চাকরি বাড়বে। অটোমেশন ও কম্পিউটারাইজেশন সম্পর্কিত পুরোনো তথ্য এটি আগেই প্রমাণ করেছে।''
Education Loan Information:
Calculate Education Loan EMI