AC Compressor Blast: এসি ফেটে প্রবল বিস্ফোরণ ! দাউদাউ আগুন গোটা ঘরে; ৩ সন্তানকে নিয়ে পুড়েই মারা গেলেন মহিলা
Bahadurgarh AC Compressor Blast: বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। অনুসন্ধান চলছে এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।

হরিয়ানা: হরিয়ানার বাহাদুরগড়ে ঘরের মধ্যে এসি ফেটে প্রবল বিস্ফোরণ, দাউদাউ আগুনে ভরে গেল ঘর। আর শনিবার এই ভয়ানক আগুনেই ৩ সন্তানকে নিয়ে এক মহিলার মৃত্যু হয়। অন্যদিকে সেই মহিলার স্বামী গুরুতর আহত হন। ঘরের ভিতরে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর (AC Compressor Blast) বিস্ফোরণের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটে। আর এই ঘরে ভাড়ায় থাকছিলেন এই দম্পতি। এত বিপুল বিস্ফোরণ ঘটে এদিন যে তার ফলে গোটা বাড়িরও (Haryana News) অনেক ক্ষয়ক্ষতি হয়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেশিরাই কর্তৃপক্ষ এবং পুলিশকে খবর দেন এই বিস্ফোরণের পরে। এমনকী তারাই তৎপর হয়ে ফায়ার ব্রিগেডকেও খবর দেন। খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেড টিম ঘটনাস্থলে এসে হাজির হন। এই বাড়ির সামনে থেকে দেখা যায় চারদিক দিকে ধোঁয়া বেরিয়ে আসছে। আর বাড়ির কিছু কিছু অংশে তখনও আগুন লেগেছিল।
কেন এই আগুন ধরল তা অনুসন্ধান চলছে। বিস্ফোরণের (AC Compressor Blast) কারণ জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। অনুসন্ধান চলছে এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হরিয়ানা পুলিশের তদন্তে উঠে এসেছে এটি আসলে একটি পরিকল্পিত খুনের ঘটনা। গোটা ঘটনায় পরিবারের তিন সদস্য মারা গেলেও একজন বেঁচে যান এবং তাকেই পুলিশ এখন সন্দেহভাজনের তালিকায় রেখেছে।
সেই ব্যক্তির নাম হরপল তিনি উত্তরাখণ্ডের রুদ্রপুরের একজন ট্রান্সপোর্টার। তাঁকে এখন আটক করা হয়েছে। মৃতা মহিলার নাম জানা গিয়েছে সন্দীপ কৌর এবং তাঁর তিন সন্তানের নাম যথাক্রমে যশক্রীত, সুখবিন্দর এবং কন্যা চাহক। সমস্ত মৃতদেহ স্থানীয় হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
রবিবার এক চাঞ্চল্যকর দাবি করেন ডেপুটি কমিশনার অফ পুলিশ মায়াঙ্ক মিশ্র। তিনি জানান যে এই হরপল নামের ব্যক্তি প্রথমে তার স্ত্রী ও তিন সন্তানকে ঘুমের ওষুধ খাবারে মিশিয়ে খাওয়ান। তারপর তিনি গোটা ঘরে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন। আর এত বিপুল মাত্রায় আগুন (AC Compressor Blast) ধরেছিল যে দেয়াল থেকে টাইলস খসে পড়ে গিয়েছিল গোটা ঘরে। কিন্তু এত বড় দুর্ঘটনায় কীভাবে প্রাণে বেঁচে গেলেন হরপল তা নিয়েই বাড়ছে সন্দেহ। পুলিশ জানিয়েছে হরপলকে আজ সোমবার আদালতে পেশ করা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
