এক্সপ্লোর
Advertisement
থাইল্যান্ড থেকে জার্মানি যাচ্ছিল করোনা মাস্ক, মাঝপথে ছিনতাই করল আমেরিকা?
তবে শুধু জার্মানি নয়, ইউরোপ, দক্ষিণ আমেরিকার মার্কিন ঘনিষ্ঠ দেশগুলি বারবারই অভিযোগ করেছে, প্রকৃত ক্রেতার কাছে করোনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম পৌঁছতে দিচ্ছে না ওয়াশিংটন, মাঝপথে হাইজ্যাক করছে তারা।
ব্যাঙ্কক: এবার বিশ্বের ধনীতম দেশের বিরুদ্ধে করোনা-মুখোশ চুরির অভিযোগ।
জার্মানি অভিযোগ করেছে, ব্যাঙ্কক থেকে বার্লিনমুখী ২০০,০০০ মাস্ক আমেরিকা চুরি করে তাদের দেশে নিয়ে গিয়েছে। একে আধুনিক জলদস্যুতা আখ্যা দিয়েছে তারা।
দেশের অভ্যন্তরীণ সচিব আন্দ্রিয়াস গিসেল বলেছেন, ব্যাঙ্কক বিমানবন্দর থেকে ওই মাস্ক আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। যদিও আমেরিকা অস্বীকার করেছে এই অভিযোগ। ব্যাঙ্ককের মার্কিন দূতাবাসের মুখপাত্র দাবি করেছেন, ব্যাঙ্কক থেকে জার্মানি রওনা দেওয়া মাস্ক নিজেদের দেশে নিয়ে যাননি তাঁরা, এ ব্যাপারে কিছু জানেনও না। করোনা রুখতে আন্তর্জাতিক প্রচেষ্টার অভিমুখ মিথ্যে অন্তঃসারশূন্য প্রচারের মাধ্যমে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে থাই প্রশাসনের মতামত জানা যায়নি, কারণ সোমবার এ দেশে ছুটি থাকে।
করোনা মাস্কের অপ্রতুলতায় গোটা বিশ্বে এখন হাহাকারের পরিস্থিতি। তবে শুধু জার্মানি নয়, ইউরোপ, দক্ষিণ আমেরিকার মার্কিন ঘনিষ্ঠ দেশগুলি বারবারই অভিযোগ করেছে, প্রকৃত ক্রেতার কাছে করোনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম পৌঁছতে দিচ্ছে না ওয়াশিংটন, মাঝপথে হাইজ্যাক করছে তারা। যদিও গিসেল ব্যাঙ্কক বিমানবন্দর থেকে মাস্ক চুরি হয়েছে বলে অভিযোগ করলেও তাঁর অফিস বলেছে, তারা এখনও বোঝার চেষ্টা করছে, কীভাবে জার্মান হোলসেলারের অর্ডার দেওয়া অতগুলো মাস্ক মার্কিন মাস্ক প্রস্তুতকারী সংস্থা ৩এম-এর কাছে গিয়ে পৌঁছল। ৩ এম দাবি করেছে, এ ব্যাপারে তাদের কোনও ধারণা নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তাঁদের বিরুদ্ধে ওঠা মাস্ক চুরির অঊভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement