নয়াদিল্লি: জল্পনা সত্যি করে বিজেপি-তে যোগ দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ, বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্য়ায়। বুধবার দিল্লিতে পদ্মপতাকা হাতে তুলে নিলেন তিনি। গলায় উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান খোদ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিষ অমেয় জোশীও। (Rupali Ganguly Joins BJP)
BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, "উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।" (Rupali Joins BJP)
আরও পড়ুন: Dilip Ghosh: একই জায়গায় ঘোরানো হচ্ছে খালি? অভিযোগ দিলীপের, প্রচারে গিয়ে চটলেন BJP কর্মীদের উপর
জন্মসূত্রে বাঙালি রূপালির পরনেও ছিল পদ্ম আঁকা গেরুয়া শাড়ি। হাতে শাঁখা-পলা-নোয়া। BJP-তে যোগদান নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই, দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমাকে দলে নিলেন, একদিন আমাকে নিয়ে গর্ববোধ করেন ওঁরা।" লোকসভা নির্বাচন চলাকালীনই BJP-তে যোগ দিলেন রূপালি। তবে তিনি নির্বাচনে নাম লেখাবেন কি না, সেই নিয়ে কিছু খোলসা করেননি রূপালি। BJP-র তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি।
১৯৭৭ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে প্রবাসী বাঙালি পরিবারে জন্ম রূপালির। বাবা অনিল গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার। ভাই বিজয় গঙ্গোপাধ্যায় কোরিওগ্রাফার। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পাশাপাশি, থিয়েটারেও একসময় চুটিয়ে অভিনয় করেছেন রূপালি। ১৯৮৫ সালে বাবার পরিচালনাতই 'সাহেব' ছবিতে অভিনয় করেন প্রথম। তখন বয়স ছিল সাত বছর। একাধি ছবিতে অভিনয় করলেও, টেলিভিশনেই বিপুল জনপ্রিয়তা পান রূপালি। সর্বভারতীয় স্তরে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ' সারাভাই ভার্সেস সারাভাই', 'সঞ্জীবনী', 'অনুপমা'র মতো সিরিয়াল। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন।