ঝিলম করঞ্জাই, কলকাতা: চিন, কোরিয়ায় ফের বাড়ছে করোনা। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল (Medical Journal) মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hopital) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির (Indian Institute of Chemical Biology) তরফে করোনা পরবর্তী সিনড্রোম নিয়ে সমীক্ষা চালানো হয়েছে।
সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। রিপোর্টে উল্লেখ, করোনা থেকে সুস্থ ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। এছাড়া, ২০-৪০ বছর বয়সিদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ।
এদিকে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ-সহ পাঁচটি কৌশলে জোর দিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে উল্লেখ, দক্ষিণ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ফের বাড়ছে করোনা। এর প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে জোর দিতে হবে।জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নির্দিষ্ট ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। এর পাশাপাশি, কেন্দ্রের চিঠিতে উল্লেখ, ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ ও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দ্রুত কার্যকর করতে হবে। এই নির্দেশিকা জারির আগে গত ১৬ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৮। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯।
আরও পড়ুন: WB Corona Cases: ওমিক্রনের নয়া স্ট্রেনের আতঙ্কের মধ্যে বাংলায় কমল আক্রান্ত, করোনায় কিছুটা স্বস্তি