নয়াদিল্লি : ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরি। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বার্তায় যে খবর জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর কার্যমেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার। তাঁর অবসরের পরই বায়ুসেনার প্রধান পদে বসবেন বর্তমানে এয়ার স্টাফের ভাইস চিফ ভিআর চৌধুরি।
এয়ার মার্শাল ভিআর চৌধুরি ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিম বিভাগে ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর থেকে কাজ করছেন। কমান্ড, স্টাফ, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক পদ সামলানোর পদ তিনি কাজ করছিলেন এয়ার স্টাফের ভাইস চিফ হিসেবে। চলতি বছরের ১ জুলাই এয়ার মার্শাল এইচ এস অরোরার অবসরের পর থেকে এয়ার স্টাফের ভাইস চিফ পদে ছিলেন তিনি। ব্যক্তিগতভাবে ফাইটার ও প্রশিক্ষক দুই ধরনের বিমান ৩৮০০ ঘণ্টার বেশি চালানোর অভিজ্ঞতা রয়েছে এয়ার মার্শাল ভিআর চৌধুরির।
আটের দশকে সিয়াচেন হিমবাহ দখলের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার অপারেশন মেঘদূত, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাকে সাহায্য দেওয়ার সফেদ সাগরের মতো অপারেশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিলেন এয়ার মার্শাল ভিআর চৌধুরি। বায়ুসেনার হয়ে অনন্য বিভিন্ন অপারেশনের অঙ্গ থাকায় পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক সহ একাধিক বায়ু সেনার পদকে সম্মানিতও হয়েছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ, ওয়েলিংটনের প্রাক্তনী এয়ার মার্শাল ভিআর চৌধুরি।
বিএস ধানোয়া অবসর নেওয়ার পর ২০১৯ থেকে বায়ুসেনার প্রধান পদে রয়েছেন এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া। ১৯৮০ সালে বায়ুসেনায় যোগ দেওয়া সোর্ড অফ অনার প্রাপক আরকেএস ভাদুরিয়া অবসর নেবেন ৩০ সেপ্টেম্বর।