নয়া দিল্লি: শনিবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণেতে নরেন্দ্র মোদির উপর লেখা একটি বইয়ের মরাঠা অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন যে, বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ রয়েছে। ৩০ বছর প্রয়োজন আরও। 


সেই অনুষ্ঠানে শাহ এও বলেন, '৩৭০ নম্বর ধারার বিলোপ কেউ ভাবতে পারেনি। তিন তালাক প্রথা শেষ হোক, কেউ মানতে পারেনি। দেশে সিএএ-র প্রণয়ন হোক, কেউ চায়নি। বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ভাবতে পারে, কেউ মানেনি। সব ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কাজ শেষ শেষ হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। কিন্তু এখনও মিশন অসম্পূর্ণ। ৫-১০ বছরে ভারতের মহান দেশ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। ৩০ বছর প্রয়োজন, পঞ্চায়েত থেকে সংসদ অবধি বিজেপি এলেই সম্ভব হবে। ভারত মাতাকে তখনই বিশ্বগুরুর স্থানে আমরা দেখতে পারব'।                                        






আরও পড়ুন, 'গেরুয়া তো স্বামীজির রং', কলকাতায় অনুষ্ঠানে এসে 'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ


এর আগে ত্রিপুরায় ভোট প্রচারের আগে অমিত শাহ বলেছিলেন, 'বামেদের ভোট দেওয়া মানে ফের হিংসায় ডুববে ত্রিপুরা। আপনারা বলুন, ফের ত্রিপুরায় হিংসা চান? .....বিজেপিকে ভোট মানে মোদিজিকে ভোট, বিকাশকে ভোট, ত্রিপুরার উন্নয়নকে ভোট।'