পঞ্জাব: খালিস্তানি নেতা এবং 'ওয়ারিস পাঞ্জাব দে' (Waris Punjab De) এর প্রধান অমৃতপাল সিংহের (Amritpal Singh)  প্রধান সহযোগীকে শনিবার গ্রেফতার করল  পাঞ্জাব পুলিশ।


এএনআই সূত্রে খবর, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত অমৃতপালের সঙ্গে ছিলেন জোগা সিংহ (Joga Singh)। ডিআইজি বর্ডার রেঞ্জ, নারিন্দর ভার্গব জানিয়েছেন, অমৃতসর-গ্রামীণ এবং হোশিয়ারপুর পুলিশের যৌথ অভিযানে সহযোগী জোগা সিংহকে গ্রেফতার করা হয়। পাঞ্জাব পুলিশের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ তিনি। 






সূত্রের খবর, ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন অমৃতপালের কাকু এবং গাড়ি চালক। তল্লাশি এখনও জারি আছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে আনে পুলিশ (Police)। সেখানে বিভিন্ন সাজে অমৃতপাল সিং। আর সেই ছবি দিয়ে অমৃতপাল সিংহকে যাতে দ্রুত গ্রেফতার (Arrest) করা যায়, সে জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে সাহায্যে হাত বাড়িয়ে দিতে বলেছেন পাঞ্জাব আইজিপি।


উল্লেখ্য, এর আগে অমৃতপালকে গ্রেফতার করতে গিয়ে শেষ অবধি ব্যর্থ হতে হয় পুলিশকে। প্রায় ২৫ কিমি ধাওয়া করার পর পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি বদল করে পালিয়ে যান অমৃতপাল। এরপর থেকেই আরও সক্রিয়ভাবে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। ফেরার অমৃতপালের বেশ কয়েকজন সঙ্গীও। এই পরিস্থিতিতে পাঞ্জাবে কড়া সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, রাজ্যের সাম্প্রদায়িক সম্পৃীতি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এখনও অবধি একাধিক জনকে।  


আরও পড়ুন, CAPF কনস্টেবল পদে পরীক্ষা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের


প্রসঙ্গত, খালিস্তানি সংগঠন 'ওয়ারিস পাঞ্জাব দে'-র প্রধান অমৃতপাল সিংহ। ওয়ারিস পাঞ্জাব দে গঠন করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ দীপ সিধু। তার মৃত্যুর পরই সংগঠনের দায়িত্ব বর্তায় অমৃতপালের উপরে। গতমাসের তার অনুচর লভপ্রীত তুফানকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরেই অমৃতপাল লভপ্রীতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করতে আরজি জানিয়েছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন,  'এক ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগ খারিজ না করলে ফল ভাল হবে না।অভিযোগ বাতিল না করলে যদি কোনও সমস্যা হয়, তারজন্য দায়ী থাকবে শুধুমাত্র প্রশাসন।' এরপরেই পরিস্থিতি উত্তাল আকার ধারণ করেছিল। হামলায় আহত হয়েছিলেন একাধিক পুলিশ কর্মী।