Andhra Pradesh News: রেজাল্ট বেরোতেই আত্মঘাতী ৯ পড়ুয়া, কোনও রকমে প্রাণে বাঁচল ২, প্রশ্ন শিক্ষাব্যবস্থা নিয়ে

Exam Results: বুধবার অন্ধ্রপ্রদেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Continues below advertisement

হায়দরাবাদ: একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজাল্ট বের হতেই আত্মঘাতী একের পর এক পড়ুয়া। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh News) মোট ন'জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। আত্মঘাতী হতে গিয়েছিল, কিন্তু ফিরিয়ে আনা গিয়েছে দু'জনকে। আত্মঘাতী পড়ুয়াদের সকলেরই বয়স ১৮ বছরের মধ্যে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। কারণ গত কয়েক মাসে একের পর এক পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে (Exam Results)।

Continues below advertisement

প্রায় ১০ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেছিল

বুধবার অন্ধ্রপ্রদেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় ১০ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেছিল। কিন্তু ফলাফল বেরোলে দেখা যায়, একাদশ শ্রেণিতে পাশের হার ৬১ শতাংশ। ৭২ শতাংশ পড়ুয়া পাস করেছেন দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। আর তার পর থেকেই একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর উঠে আসে। 

আত্মঘাতী এক পড়ুয়াকে বি তরুণ বলে শনাক্ত করা গিয়েছে। ১৭ বছরের তরুণ শ্রীকাকুলামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। দাণ্ডু গোপালপুরম গ্রামের বাসিন্দা তরুণ, একাদশ শ্রেণিতে পাঠরত ছিল। অধিকাংশ বিষয়েই তরুণ পাস করতে পারেনি বলে জানা গিয়েছে। তাতেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়।

ত্রিবান্দ্রামে ১৬ বছরের এ অখিলাশ্রী নামের এক কিশোরী আত্মঘাতী হয়েছে। আদতে বিশাখাপত্তনমের বাসিন্দা তিনি। একাদশ শ্রেণিতেই পড়ছিল মেয়েটি। কিন্তু অধিকাংশ বিষয়েই পাস করতে পারেনি। এ ছাড়াও, ১৮ বছর বয়সি এক পড়ুয়া আত্মঘাতী হন বিশাখাপত্তনমের কাঞ্চরাপালমে। দ্বাদশ শ্রেণির ওই ছাত্র একটি বিষয়ে পাস করতে পারেননি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।

আরও পড়ুন: Petrol Diesel Price Today: সপ্তাহান্তে পেট্রোল-ডিজেলের দরে স্বস্তি কোন শহরে ? কী দাম কলকাতায় ?

এ ছাড়াও, চিত্তুরে ১৭ বছর বয়সি দুই পড়ুয়া আত্মঘাতী হয়েছে। জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হয়েছে এক কিশোরী। পোকা মারার বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে এক কিশোর। আনাকাপল্লিতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছে ১৭ বছরের আরও এক কিশোর। পরীক্ষায় কম নম্বর পেয়ে সে হতাশ হয়ে পড়ে এবং চরম সিদ্ধান্ত নেয় বলে পরিবার সূত্রে খবর।

একসঙ্গে এত পড়ুয়ার আত্মহত্যার খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। কারণ পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা লাগাতার বেড়েই চলেছে। দেশের শীর্ষ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি থেকে গত কয়েক মাসে লাগাতার এমন ঘটনা সামনে এসেছে। এমনকি চলতি বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির বিভিন্ন ক্যাম্পাসে চার পড়ুয়ার আত্মঘাতী হওয়া খবর সামনে এসেছে।

পড়ুয়াদের আত্মহত্যায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও

সেই নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। ফেব্রুয়ারি মাসে তিনি জানান, কোথাও না কোথাও দেশের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিরই হয়ত খামতি থেকে যাচ্ছে। কোন পরিস্থিতিতে পড়ুয়ারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, তা খতিয়ে দেখা উচিত বলে জানান তিনি। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola