এক্সপ্লোর
Advertisement
৭ বছর আগে কী হয়েছিল সুশান্ত-অঙ্কিতার মধ্যে? দেখে নিন
সঞ্জয় টুইট করেছেন, বলিউডের নিষ্ঠুরতা আলাদা লেভেলে কাজ করে। সেই নিষ্ঠুরতাই এক প্রতিভাবান অভিনেতাকে মেরে ফেলল।
মুম্বই: ৬ বছর ঘনিষ্ঠতার পর বিচ্ছেদ হয়ে যায় সুশান্ত সিংহ রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডের। অঙ্কিতা এতটাই চটে গিয়েছিলেন যে জনসমক্ষে সুশান্তকে নাকি চড়ও মারেন। এরপরই সম্পর্ক তিক্ত হয়ে যায় দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যে।
টিভি সিরিয়াল পবিত্র রিস্তা করতে গিয়ে সুশান্ত-অঙ্কিতার আলাপ। ৬ বছর ছিল তাঁদের প্রেম, লিভ ইনও করতেন। কিন্তু সমস্যা শুরু হয় সুশান্ত বলিউডে পা রাখার পর। ২০১৩-তেই মুক্তি পায় সুশান্তের কাই পো চে, ছবিটি ভালরকম হিট হয়। এরপর মুম্বইয়ে যশরাজ স্টুডিওজের বাইরে সুশান্ত-অঙ্কিতার কথা কাটাকাটি বহু লোকের চোখে পড়ে। সবাই যে দাঁড়িয়ে তাঁদের ঝগড়া দেখছে, তা গুরুত্ব না দিয়েই অঙ্কিতা চড় কষান সুশান্তকে। জানা যায়, অঙ্কিতা তাঁর প্রেমিককে স্টুডিওর বাইরে ডেকে নিয়ে তাঁর ফোন চেক করেন। এরপর শুরু হয় ঝগড়া, ফলশ্রুতি ওই থাপ্পড়।
এতেই শেষ নয়। ২ বছর পর অঙ্কিতা নাকি ফের এক নাইট ক্লাবে সুশান্তকে প্রকাশ্যে চড় মারেন। ওই নাইট ক্লাবে তাঁরা পার্টি করছিলেন, তখন সুশান্ত নেশা করে মহিলাদের সঙ্গে নাচতে শুরু করেন। অঙ্কিতার তা পছন্দ হয়নি, নাচ বন্ধ করতে বলেন তিনি। সুশান্ত না শোনায় তিনি চড় মারেন তাঁকে।
অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কৃতী শ্যানন, সারা আলি খান, রিয়া চক্রবর্তীর মত একের পর এক অভিনেত্রী আসেন সুশান্তের জীবনে। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি, উল্টে ডিপ্রেশনে ডুবে যান তিনি।
কংগ্রেসের সঞ্জয় নিরুপম সহ বেশ কয়েকজন দাবি করেছেন, সেপ্টেম্বরে ছিছোরে হিট করার পর সাতটি ছবিতে সই করেন সুশান্ত। গত ৬ মাসে সাতটিই তাঁর হাত থেকে একে একে বেরিয়ে যায়। হাতে ছিল শুধু নবাগত অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে দিল বেচারা। সঞ্জয় টুইট করেছেন, বলিউডের নিষ্ঠুরতা আলাদা লেভেলে কাজ করে। সেই নিষ্ঠুরতাই এক প্রতিভাবান অভিনেতাকে মেরে ফেলল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement