নয়াদিল্লি: রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Does Not Get Release)। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। হাইকোর্টে এ নিয়ে শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড়া পাবেন না কেজরিওয়াল। নিম্ন আদালতে তাদের আবেদন শোনেননি, দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে উল্লেখ করেছে ইডি। 


বিশদ...
শুক্রবার তিহাড় জেল থেকে কেজরির মুক্তির ঘণ্টাখানেক আগেই দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবিন্দর দুদেজার কাছে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানায় ইডি। হাইকোর্ট বলে, যতক্ষণ পর্যন্ত এই আবেদনের শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী-সহ আম আদমি পার্টির একাধিক নেতা স্থির করে ফেলেছিলেন, যে আজ বিকেল ৪টে নাগাদ কেজরিওয়ালকে জেল থেকে মুক্তিতে অভিনন্দন জানাতে যাবেন। ২০২১-২২ সালে, দিল্লির আবগারি নীতি তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগে গত মার্চে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযোগ, মদ-বিক্রেতাদের থেকে যে টাকা কেজরিওয়াল পেয়েছিলেন তা গোয়ায় রাজনৈতিক প্রচারে ব্যবহার করেন। লোকসভা ভোটের মুখে আপ-নেতার এই গ্রেফতারিতে তেতে ওঠে বিজেপি-বিরোধী শিবির। 
গত মে মাসে, সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। লোকসভা ভোটের প্রচারের জন্যই ওই জামিনের আবেদন মঞ্জুর করা হয়। ভোটের ফলপ্রকাশের দুদিন আগে ফের জেলে ফেরেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর গ্রেফতারির পর থেকে টানা মুখ্য়মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা চেয়ে আসছে বিজেপি। কিন্তু আম আদমি পার্টির তরফে সেই দাবি স্রেফ নস্যাৎ করে দেওয়া হয়েছে। 


জামিন ও...
গত কাল, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সঙ্গে বেশ কিছু শর্তও ছিল। জামিন মঞ্জুরের সময় আদালত স্পষ্ট বলে দেয়, কেজরি কোনও অবস্থাতেই তদন্তে বাধাদানের চেষ্টা করবেন না, সাক্ষীদেরও প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাৎপর্যপূর্ণভাবে রাউস অ্যাভিনিউ আদালত মেনে নিয়েছিল যে, কেজরির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা। তার পরই জামিন মঞ্জুর করা হয়। কিন্তু এদিন দিল্লি হাইকোর্টে ইডি-র দাবি, নিম্ন আদালত তাদের আবেদন শোনেনি। দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে উল্লেখ ইডি-র।


আরও পড়ুন:দাঁইহাট পুরপ্রধানের অপসারণ দাবি, ফিরহাদকে চিঠি তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলরের