নয়াদিল্লি: আম আদমি পার্টির মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী বিভব কুমার। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে মারধর করার অভিযোগ রয়েছে বিভবের বিরুদ্ধে। সেই নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন স্বাতী, তার পরই শনিবার বিভবকে গ্রেফতার করা হল। যদিও আম আদমি পার্টির দাবি, স্বাতী বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন। কেজরিওয়াল জামিন পাওয়ার পর থেকে তাঁকে অন্য ভাবে বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি, স্বাতীও সেই ষড়যন্ত্রে শামিল বলে দাবি আম আদমি পার্টির। (Swati Maliwal Case)


শনিবার সকালে বিভবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর আইনজীবী কর্ণ শর্মা জানিয়েছেন, তদন্তে পুলিশকে সর্বতো ভাবে সাহায্য় করছেন তাঁরা। কিন্তু ইমেলে চিঠি পাঠালেও, পুলিশের তরফে কোনও জবাব মেলেনি। এই ঘটনাকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। গোটা ঘটনায় কেজরিওয়ালের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি-র মুখপাত্র গৌরব ভাটিয়া কেজরিওয়ালকেই 'মূল অপরাধী' বলে উল্লেখ করেন। (Aam Aadmi Party)



ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের বাসভবনের বাইরের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদের সঙ্গে স্বাতীর বচসার দৃশ্য ধরা পড়েছে। পুলিশকে স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরিওয়ালের বাসভবনে গেলে তাঁর উপর চড়াও হন বিভব। তাঁর বুকে, পেটে এবং তলপেটে লাথি মারেন। কোনও রকমে পা দিয়ে ঠেরে তিনি বিভবকে সরান। স্বাতীর দাবি, এর পর আরও নৃশংস ভাবে তাঁকে পেটাতে শুরু করেন বিভব, টেনে হেঁচড়ে নিয়ে যান, জামা ধরে টানেন।  সাত-আটবার থাপ্পড়ও মারেন। ঋতুস্রাবের কথা জানানো সত্ত্বেও বিভব তাঁর তলপেটে লাথি মারতে থাকেন বলেও অভিযোগ স্বাতীর। হাঁটতে পারছিলেন না, কোনও রকমে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসেন বলেও জানান তিনি।


আরও পড়ুন: Kanhaiya Kumar Assaulted: মালা পরানোর নাম করে হামলা, দিল্লিতে আক্রান্ত কানহাইয়া, অভিযুক্তকে নিয়ে টানাপোড়েন BJP-কংগ্রেসের


এই ঘটনায় শুক্রবারই স্বাতীকে নিয়ে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশ। তিস হাজারি কোর্টে স্বাতীর বয়ানও রেকর্ড করা হয়। এর পাল্টা বিভবও পাল্টা অভিযোগ দায়ের করেছেন সিভিল লাইন্স থানায়। তাঁর দাবি, অনুমতি না থাকা সত্ত্বেও জোর করে কেজরিওয়ালের বাসভবনে ঢোকেন স্বাতী। ইচ্ছাকৃত ভাবে স্বাতী অশান্তি বাধান, আসলে কেজরিওয়ালের ক্ষতিসাধনই স্বাতীর লক্ষ্য ছিল বলে দাবি করেছেন বিভব।



বিষয়টি নিয়ে শনিবারই সাংবাদিক বৈঠক করেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী। তিনি জানান, দুর্নীতি মামলাকে সামনে রেখে বিজেপি আসলে স্বাতীকে ব্ল্যাকমেইল করছে। কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে ব্ল্যাকমেইল করা হচ্ছে তাঁকে। অতিশীর বক্তব্য, "বিজেপি-র দুর্নীতি দমন শাখা স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে দিল্লি মিহলা কমিশনে বেআইনি ভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মামলা দায়ের করেছে। সেই মামলায় চার্জশিটও দায়ের হয়েছে, যা নিয়ে রায় ঘোষণা হবে শীঘ্রই। আমাদের ধারণা, ওই মামলাকে সামনে রেখে স্বাতীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। বিজেপি-র গোটা সংগঠন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লি পুলিশ একযোগে কাজ করছে। আদালত বার বার এফআইআর-এর কপি চাইলেও, তা দেওয়া হয়নি। এফআইআর এত স্পর্শকাতর, যা প্রকাশ করা যাবে না বলে আজ জানিয়েছে। সব সংবাদমাধ্যমে এফআইআরের কপি পাঠানো হলেও, অভিযুক্তেক তা দেওয়া হচ্ছে না।"


শুক্রবার আম আদমি পার্টির তরফে একটি ভিডিও-ও প্রকাশ করা হয়, তাতে কেজরিওয়ালের বাসভবনের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি দিতে শোনা যায় স্বাতীকে। একটি ভিডিও-য় স্বাতীকে কেজরিওয়ালের বাসভবন থেকে বের করে দিতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। এমনকি আঘাতের যে অভিযোগ এনেছে স্বাতী, তা মিথ্যে, ওই ভিডিও-য় স্বাতীকে কোথাও খোঁড়াতে দেখা যায়নি, জামাও ছেঁড়া বলে দেখা যায়নি বলে দাবি করেছে আম আদমি পার্টি।