এক্সপ্লোর
Advertisement
যে কোনও পকেটমারের চেয়েও দ্রুত স্টাম্প করত ধোনি, প্রশংসায় শাস্ত্রী
ধোনি তাঁর অবসরের কথা ঘোষণা করার পরই তাঁর সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন শাস্ত্রী। তিনি বলেন, এই লোকটি কোনও সময়েই দ্বিতীয় নয়।
কলকাতা: অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় অধিনায়ককে তাঁর নিজস্ব ঢঙেই প্রশংসা করলেন রবি শাস্ত্রী। মহেন্দ্র সিংহ ধোনির উইকেট কিপিংয়ের ভূয়সী প্রশংসা করে বললেন, যে কোনও সেরা পকেটমারের চেয়েও দ্রুত গতিতে ও স্টাম্প করতে পারত! যে কোনও খেলা অনায়াসে ঘুরিয়ে দিতে পারত ধোনি।
ধোনি তাঁর অবসরের কথা ঘোষণা করার পরই তাঁর সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন শাস্ত্রী। তিনি বলেন, এই লোকটি কোনও সময়েই দ্বিতীয় নয়। সবসময়েই প্রথম। আর যে জায়গা থেকে ক্রিকেট খেলতে এসেছিল সেখানকার ক্রিকেট আবহেই ও পাল্টে দিয়েছে নিজ গুণে। ধোনির মস্ত গুণ যে কোনও সময়ে শান্ত থাকতে পারা আর আসল সময়ে জ্বলে ওঠা। ও একজন ইউনিক খেলোয়াড়।
বিষয়টি ব্যাখ্যা করে শাস্ত্রী বলেন, পঞ্চাশ ওভারের ওয়ান ডে হোক কিংবা টি-টোয়েন্টি, দুটো প্যাটার্নের ক্রিকেটেই দেশকে ওয়ার্ল্ড কাপ দিয়েছে ও। এমনকী টেস্ট ক্রিকেটেও ওর নেতৃত্বে ভারত বিশ্বের এক নন্বরে থেকেছে। ৯০টা টেস্ট ও খেলেছে। সব রকমের ক্রিকেটে এমন সফল কজন হতে পারেন! জীবন যেমনভাবে ওর সামনে এসেছে, ও তেমনভাবেই জীবনকে গ্রহণ করেছে। ওর খড়গপুরের জীবন থেকে জাতীয় স্তরের ক্রিকেটার হয়ে ওঠা, পুরোটাই তেমন। অহেতুক উত্তেজনা নেই। শান্ত, নিরুত্তাপ।
ধোনির কিপিংয়ের প্রশংসা করে শাস্ত্রী বলেন, নিরুত্তাপ থেকেই ও যে কখন ক্রিজের বাইরে থাকা ব্যাটসম্যানের উইকেটের বেল ফেলে দিয়েছে, তা ব্যাটসম্যান বুঝতেই পারত না। ধোনির তুলনা হয় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement