কানপুর : আর বাকি মাত্র কয়েকদিন। বহু প্রতীক্ষিত সেই ক্ষণ আসতে চলেছে। ২২ জানুয়ারি রামমন্দিরে ( Ayodhya Ram Mandir ) প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার ( Ram Lalla ) । আর তা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে সমারোহ। রামমন্দির নিয়ে নানারকম উন্মাদনার ছবি ধরা পড়েছে সাম্প্রতিককালে। বহু মানুষের কাছেই অযোধ্যায় রাম জন্মভূমিতে রামলালার প্রতিষ্ঠা বিশেষ শুভ মুহূর্ত। তাই বহু মহিলাই চাইছেন ওই শুভদিনে তাদের কোলেও আসুক সন্তান।
উত্তরপ্রদেশের কানপুরের বেশ কয়েকজন গর্ভবতী মহিলা চাইছেন আগামী ২২ জানুয়ারি তাঁদের কোলে আসুক সন্তান। যেদিন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তখনই ফুটফুটে শিশু কোলে চাইছেন হবু মায়েরা। কানপুরের এক সরকারি হাসপাতাল সূত্রে খবর, সেখানে ডাক্তারদের কাছে বহু মহিলা এই দিন সিজারিয়ান সেকশনের জন্য অনুরোধ করেছেন।
গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ, সীমা দ্বিবেদী পিটিআইকে জানিয়েছেন তাঁরা একটি লেবার রুমে ১২ থেকে ১৪ টি প্রসবের জন্য লিখিত অনুরোধ পেয়েছেন। দ্বিবেদী সংবাদ সংস্থাকে জানান, "২২ জানুয়ারি ৩৫টি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।" এই হাসপাতালে সাধারণত দিনে ১৪ থেকে ১৫টি অপারেশন করা হয়৷
রামলালার অভিষেকের দিনটিকে শুভ বলে মনে করছেন অনেকেই। তাই গর্ভবতী মায়েরা এবং তাঁদের পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে এমন অনুরোধ করছেন। এঁদের মধ্যে কারও সন্তান প্রসবের দিন আগে বা কারও কিছুদিন পরে। তারপরেও তাঁদের অনেকের অনুরোধ, যদি প্রসবের দিনটি একটু আগুপিছু করা যায়।
ডা. দ্বিবেদী এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন। এভাবে প্রসবের দিন আগুপিছু করলে কখনও কখনও জটিলতা দেখা যেতে পারে। কিন্তু পরিবারের সদস্যরা ওই মুহূর্তটাকেই গুরুত্ব দিচ্ছেন, জটিলতার আশঙ্কা উপেক্ষা করে। চিকিৎসক বলেন,"মায়েরা বিশ্বাস করেন যে ভগবান রাম বীরত্ব, সততা এবং আনুগত্যের প্রতীক, তাই মন্দিরে 'প্রাণ প্রতিস্থা'র দিনে জন্ম নেওয়া শিশুদেরও একই গুণাবলী থাকবে"
২৬ বছর বয়সী এক গর্ভবতী মহিলা মালতী দেবীর প্রসবের তারিখ ১৭ জানুয়ারী। কিন্তু তাঁরও অনুরোধ, সন্তানের প্রসব ২২ জানুয়ারি করা হোক। তিনি সংবাদ সংস্থাকে বলেন, 'আমি আশা করি আমার সন্তান বড় হয়ে সাফল্য ও গৌরব অর্জন করবে' >
আরও পড়ুন : জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য