2025 Predictions: ২০২৪ জুড়ে যুদ্ধ হানাহানি, আরও বড় বিপর্যয় ২০২৫ সালে? বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী যা বলছে...
Baba Vanga Predictions for 2025: আর দু'মাস বাকি ২০২৫ আসতে। ঠিক কী ঘটতে পারে?
নয়াদিল্লি: যুদ্ধ, হানাহানির সাক্ষী থেকেছে ২০২৪ সালও। আর দু'মাস বাকি ২০২৫ আসতে। নতুন বছরে কি পৃথিবীর অবস্থা পাল্টাবে? না কি আরও ধ্বংস অপেক্ষা করছে? এ নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস। আগামী বছর একাধিক অঘটন ঘটতে পারে বলে ধরা পড়েছে তাঁদের ভবিষ্যদ্বাণীতে। সেই সম্ভাব্য অঘটনের মধ্যে রয়েছে , ইউরোপ জুড়ে সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক বিপর্যয় থেকে ব্রিটেনের রাজা চার্লসের রাজত্বে সঙ্কট। (2025 Predictions)
ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান তিনি। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার। অন্য দিকে, নস্ত্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তাঁরা দু'জনেই একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে। ২০২৫ নিয়ে তাঁরা যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। (Baba Vanga Predictions for 2025)
২০২৫ সালে ইউরোপের বুকে যুদ্ধ নেমে আসতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। ইউরোপের জনসংখ্যার একটা বড় অংশের প্রাণহানি ঘটবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ছাড়াও, ইউরোপের আরও দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ বাধতে পারে বলে জানিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা।
২০২৫ সালে বহির্বিশ্ব অর্থাৎ ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীবাসীর যোগাযোগ গড়ে উঠতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। শুধু তাই নয়, টেলিপ্যাথির ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটতে পারে বলে দাবি করে গিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, মনের কথা প্রকাশ করতে আর মুখ খুলতে হবে না মানুষকে। বরং মস্তিষ্কের সংযোগ গড়ে উঠবে। বুলি না আউড়েই পরস্পরের কথা বোঝা সম্ভব হবে।
একই ভাবে নস্ত্রাদামুস জানিয়ে গিয়েছেন, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে পারে এ বছর। বিধ্বস্ত হয়ে দু'পক্ষই আলোচনার পথে হাঁটবে। তবে সাময়িক স্থায়ী হবে শান্তি। ২০২৫ সালে ব্রাজিলে ভয়ঙ্কর বিপর্যয়ের কথা বলে গিয়েছেন নস্ত্রাদামুস। অগ্ন্যুৎপাত এবং বন্যার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে। এই বিপর্যয়ের ফলে আন্তর্জাতিক সমীকরণেও ঘটতে পারে রদবদল।
বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে নানা মত চালু রয়েছে। কেউ তাঁদের ভবিষ্যদ্বাণী মেনে চলেন, কেউ আবার বিশ্বাস করেন না। কিন্তু একাধিক বার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার নজিরও রয়েছে। একাধিক মহলের দাবি, ২০০১ সালে টুইন টাওয়ারের পরিণতির কথা বাবা ভাঙা বলে গিয়েছেন৷ যা মিলে গিয়েছে৷ জলবায়ু পরিবর্তন ও ২০০৪ সালের সুনামির ভবিষ্যদ্বাণী করেছিলেন গত শতকের পঞ্চাশের দশকে৷ যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান-অ্যামেরিকান৷ বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ায় সেটাও মিলে গিয়েছে৷ এছাড়াও ২০০৪ সালে ভারত মহাসাগরের উপকূলে বিরাট বিপর্যয় হবে। সে বছর অবশ্য সুনামি হয়েছিল। এছাড়াও ২০১৯ সালে এক ভাইরাসের আতঙ্ক গ্রাস করবে গোটা বিশ্বকে৷ ঠিক সেই মতো করোনা ভাইরাস গ্রাস করেছিল গোটা বিশ্বকে