চেন্নাই: সোমবার দুপুরে নিজের পদ থেকে পদত্যাগ করে যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina ) নিজের দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেন। সোমবার দুপুরে সেই বিমানটিকে গুগলে সব থেকে বেশি সার্চ করা হয়েছে।
ফাইটার ট্রেডার ২৪ ওয়েবসাইট যা রিয়েল টাইমে এয়ার ট্রাফিক সম্পর্কে যে তথ্য দেওয়া হয় তাতে দেখা যাছে, বাংলাদেশ এয়ার ফোর্স এয়ারট্রফিক
AJAX1431 বিমানটির অবস্থান সম্পর্কে ২৯ হাজারের বেশি মানুষ ট্র্যাক করেছেন। বর্তমান এই এয়ারক্রাফটকে বিশ্বের মধ্যে সবথেকে বেশি সার্চ করা হয়েছে। ৪.১৫ মিনিটে বিমানটি বারাণসীর কাছে অবস্থা করছিল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছাত্র আন্দোলনের তীব্রতা এতটা মারাত্মক পর্যন্ত পৌঁছে যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদত্যাগ জমা করে সোমবারই দেশ থেড়ে ভারতে ছাড়ান।
বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ জানান এই বিষযটি সুনিশ্চিত করে জানান খুব তাড়াতাড়ি অন্তবর্তী সরকার গঠন পরে তাদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য থাকা কোটা সিস্টেমের বিরোধিতা বেশ কয়েকমাস আগে আন্দোলনের সূত্রপাত্র করে পুড়য়া। তারপর থেকে এই বিষয়ে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল শুরু হয়েছে বাংলাদেশে। তারপর থেকে প্রতিদিনই মৃত্যু মিছল শুরু হয়েছিল সেখানে। কঠোর হাতে শেখ সাবিনার সরকার এই আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করলে হিতে বিপরীত হয়। আন্দোলের তীব্রতা এতটাই বৃদ্ধি পায়। যার পেছনে চিন তথা বাইরে রাজ্যে উসকানি রয়েছে বলে অভিযোগ করা হয় শেথ হাসিনার তরফে। প্রথমে কোটা সিস্টেম তুলে দেওয়ার বিষয়ে আন্দোলন শুরু হলেও পরে তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়ে যা। তারই ফলশ্রুতি দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালাতে বাধ্য হন বাংলাদেশে প্রধানমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।