নয়াদিল্লি: নৈরাজ্যের বাংলাদেশ, এবার চট্টগ্রামেও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। খুলনা, রাজশাহির পর চট্টগ্রামেও ভিসা সেন্টার বন্ধ করল ভারত। চট্টগ্রামে ডেপুটি হাই কমিশনের দফতরে হামলার জেরে বন্ধ ভিসা সেন্টার। 

Continues below advertisement

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেফতার বেড়ে ১০, এক্স পোস্টে জানালেন ইউনূস

Continues below advertisement

ময়মনসিংহে যুবককে খুন করে জ্বালিয়ে দিয়ে দুষ্কৃতীদের উল্লাস!

 নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে,আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ ময়মনসিংহে যুবককে খুন করে জ্বালিয়ে দিয়ে দুষ্কৃতীদের উল্লাস!BNP নেতা বেলাল হোসেনের নাবালিকা মেয়েকে পুড়িয়ে খুন!বাদ নেই ভাঙচুর, লুঠপাট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে খুনের পরই প্রতিবাদ আর নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে। আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। প্রাণ নিয়ে কেউ চলে আসছেন বাড়ি-ঘর ছেড়ে। কেউ গিয়েছিলেন আত্মীর বাড়ি।

সময় নষ্ট না করে বাংলাদেশ ছাড়ছেন সবাই সময় নষ্ট না করে বাংলাদেশ ছাড়ছেন সবাই।বাংলাদেশের ঢাকার বাসিন্দা শান্তিরঞ্জন সাহা।ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন এই বৃদ্ধ।বাংলাদেশ ঢাকা বাসিন্দা শান্তিরঞ্জন সাহা বলেন , পরিস্থিতি ভালো না জোর জুলুম করা হচ্ছে রাস্তাঘাট আটকে দিচ্ছে দোকান বাজার অর্ধেক খোলা অর্ধেক খোলা নয় ভয় খুব হিন্দুরা খুব আতঙ্কে আছে আতঙ্কে একটা ছেলেকে মেরে খুন করে আগুন দিয়েছে হিন্দুদের এখন নিরাপত্তা নেই। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা সুকান্ত দে। গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে।উত্তর ২৪ পরগনা হাবড়া বাসিন্দা  সুকান্ত দে বলেন, ভয়ের মধ্যে চলে আসলাম। তাড়াতাড়ি চলে আসলাম। যদি কিছু হয়! আতঙ্ক তো একটু আছেই! যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন সীমান্তের ব্য়বসায়ীরাও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন সীমান্তের ব্য়বসায়ীরাও।এই পরিস্থিতিতে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।BSF প্রাক্তন DIG সমীর মিত্র বলেন,  বাংলাদেশ এখন আর বন্ধু দেশ নেই। তাই এখন আরও নজরদারি বাড়াতে হবে। বর্ডার ডমিনেন্স রাখতে হবে। আরও বেশি অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে। বাংলাদেশ-পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারের পাঁচমাথা মোড়ে সনাতনী হিন্দু সেনার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে, বিহার থেকে বাংলাদেশে - ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে রবীন্দ্র-নজরুলের গানে মুখরিত হল কলকাতা।কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ।