Bangladesh Kali Temple: বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় কালী মন্দিরে চুরি ! '১৫০ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম..'
Bangladesh Kali Temple Theft Case: গভীর রাতে বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা..

কলকাতা: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানির পাশাপাশি ফের মন্দিরে চুরি। বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরি। সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত ৪ লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ গভীর রাতে মন্দিরের দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।দেড়শ বছরের প্রাচীন মন্দিরে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
সীমান্তে উস্কানির পাশাপাশি, এবার বাংলাদেশের লালমণিরহাট জেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। বিগ্রহের গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি-সহ চারলক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ হয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা এবার কোথায় পুজো দিতে যাবেন? এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
ফের বাংলাদেশে হিন্দু বিদ্বেষ। সীমান্তে উস্কানির পাশাপাশি, এবার বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার এলাকায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর, ভবতারিণী মন্দিরে সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত চারলক্ষেরও বেশি টাকার জিনিস লুঠ হয়েছে। মন্দিরের দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।
দেড়শো বছরের পুরনো মন্দিরে প্রথমবার এই ধরনের ঘটনা। ঘটেছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস লিখেছেন, লালমণিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ভবতারিণী কালী মন্দির থেকে ভবতারিণী কালীর মূর্তি, পুজোর উপকরণ, CCTV- সরঞ্জাম এবং পুরনো মূর্তি চুরি হয়ে -বাংলাদেশে মন্দিরে লুঠের ঘটনা এই প্রথম নয়। ১ জানুয়ারি ইসলামিরা মৌলভিবাজার জেলার বড়লেখার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রম মন্দিরে হামলা চালায়, ভাঙচুর করে।মন্দিরের সমস্ত জিনিস লুঠ হয়। এরপর চট্টগ্রামের শ্রী শ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরেও লুঠপাট চলে। দুষ্কৃতীরা ইচ্ছামতী মা মগধেশ্বরী মন্দির ও একটি বাড়িও ভাঙচুরের চেষ্টা করে। এবার লালমণিরহাট জেলায় ভবতারিণী মন্দিরে লুঠপাটের ঘটনা ঘটল।
আরও পড়ুন, মালদায় TMC নেতা 'খুনে' নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা !
এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস লিখেছেন, একটি বিগ্রহও অবশিষ্ট নেই, এমনকি পুজোর জন্য ব্যবহৃত জিনিসপত্রও নয়, সবকিছু নিয়ে গেছে! বাংলাদেশের এই প্রাচীন মন্দিরের হিন্দুরা এখন কোথায় পুজো করতে যাবে? কী দিয়ে আচার-অনুষ্ঠান পালন করবে? মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কতদিন চলবে এই নৈরাজ্য়? এর শেষ কোথায়?






















