ঋত্বিক মণ্ডল, কলকাতা: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন কলকাতা। দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। কলকাতায় কুড়ির নীচে নামল পারদ। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ।                          


এদিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। এর ফলে কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।                       


এদিকে, সকালে কুয়াশায় ঢাকা ছিল নিউটাউনের (Newtown) রাস্তাঘাট। ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া সিঙ্গুর (Singur)। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি নদীয়াতেও।  সকাল থেকে ঘন কুয়াশা। শুনশান রাস্তা। রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও কুয়াশার দাপট। 


আরও পড়ুন, বিপুল হারে কোভিশিল্ড উৎপাদন কমাচ্ছে সেরাম, 'কেন্দ্রীয় অর্ডার নেই', জানাল সংস্থা


ভিআইপি রোড, এয়ারপোর্ট এলাকায় সকালে ঘন কুয়াশা। তারই মধ্যে দেখা মেলে প্রাতর্ভ্রমণকারীদের। সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন ও হাওড়া ময়দান চত্বর। উত্তর ২৪ পরগনার অধিকাংশ জায়গায় কুয়াশা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে যান চলাচল করছে।                       


অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার।                           


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সপ্তাহশেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা।