WB News Live Updates: পুরভোট হিংসায় মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে মামলা

Get the latest West Bengal News and Live Updates: ৩০ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর ইন্ডোর (Chandannagar Stadium) স্টেডিয়াম। দখল হয়ে যাচ্ছে স্টেডিয়ামের জায়গা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jan 2022 10:25 PM
West Bengal News Live Updates: ব্যান্ডেলে বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে ডাকাতি

বাড়ি ভাড়া চাইতে এসে ডাকাতি! বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে চলল লুঠপাট। আতঙ্কে ঘুম ছুটল এলাকাবাসীর। ব্যান্ডেল বিক্রম নগরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

WB News Live Updates: ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা শহরে, ধৃত অভিযুক্ত

ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা। অল্প সময়ে প্রচুর লাভের টোপ। একাধিক ব্যক্তি প্রতারিত। গার্ডেন রিচ থেকে গ্রেফতার অভিযুক্ত।

West Bengal News Live Updates: কলকাতা জুড়ে হানিট্র্য়াপ চক্র, সতর্ক করল পুলিশ

কলকাতা জুড়ে হানিট্র্য়াপ চক্র। সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ প্রথমে। তার পর ভিডিয়ো কল এবং ঘনিষ্ঠতা। সই থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো হাতিয়ে তোলাবাজি এবং ব্ল্যাকমেইল। শহরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ। একাধিক থানায় অভিযোগ দায়ের। এই ধরনের ফোন বা অনুরোধ পেলে ব্লক করে দেওয়ার নির্দেশ।

WB News Live Updates: পুরভোট হিংসায় মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে মামলা

কলকাতা পুরভোটে যুব কংগ্রেসের দায়ের হিংসার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা রুজু করল জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজই যুব কংগ্রেসের অভিযোগকারী নেতার কাছে মামলা রুজুর বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটের দিন একাধিক কংগ্রেস প্রার্থীকে পুলিশের সামনেই মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্থা করা হয়। আরও অভিযোগ করা হয়, পুরভোটে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা তো নেয়ইনি, উল্টে অনেক ক্ষেত্রে দুষ্কৃতীদেরই সাহায্য করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন।

West Bengal News Live Updates: হোয়াটসঅ্যাপ ছাড়ার হিড়িক দলে, সব গ্রুপকে অবৈধ ঘোষণা বীরভূম বিজেপি-র

দলে দলে হোয়াটসঅ্যাপ ছাড়ার হিড়িক দেখা দিয়েছে। তা আটকাতে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপকে অবৈধ বলে ঘোষমা করল বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি।

WB News Live Updates: ‘স্বামীর নির্যাতনের শিকার, আত্মঘাতীও হতে গিয়েছিলাম’, দাবি মদন মিত্রের পুত্রবধূর

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) পুত্রবধূ স্বাতী রায়ের (Swati Roy)। বিয়ের পর থেকে বিধায়কের ছেলে মারধর করতেন বলে অভিযোগ। আত্মঘাতী হতে গিয়েছিলেন বলেও জানিয়েছেন স্বাতী। স্বামী-শ্বশুরবাড়ির হাত থকে বাঁচতে চান বলে আর্তি। 

West Bengal News Live Updates: আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীকে গুলির ঘটনায় দ’জনের পুলিশি হেফাজত

আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শুক্রবার দু’জনকে বিহারের জামুই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। 

WB News Live Updates: অ্যাকোয়াটিকার কৃত্রিম ওয়েভ পুলের পিছনে এক কর্মীর মৃতদেহ উদ্ধার

অ্যাকোয়াটিকার কৃত্রিম ওয়েভ পুলের পিছনে এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি যন্ত্রের ভিতরে তালগোল পাকানো অবস্থায় দেহটি উদ্ধার হয়। ২৪ ঘণ্টা আগে নন্দলাল যাদব নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। 

West Bengal News Live Updates: সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সমাবেশ

ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা পাদদেশ অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এ বছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরা একটু দেরিতে এসেছে। 

WB News Live Updates: মালদার চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ১৫

মালদার চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। ভ্যানের সাথে বাসের সংঘর্ষ। আহত অন্তত ১৫ জন। আহতরা প্রত্যেকেই চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

WB News Live Updates: মালদার চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ১৫

মালদার চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। ভ্যানের সাথে বাসের সংঘর্ষ। আহত অন্তত ১৫ জন। আহতরা প্রত্যেকেই চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

West Bengal News Live Updates: পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হল রামপুরহাটে বুংকেশ্বরী মেলা

পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হল রামপুরহাটে বুংকেশ্বরী মেলা। সকাল থেকে বিভিন্ন দোকানপাট বসে। পুলিশ প্রশাসন খবর পেয়ে মেলার দোকানপাট সব বন্ধ করে দেয়।

WB News Live Updates: রাজ্যে নতুন করে আক্রান্ত ১৯ হাজার, মৃত্যু বেড়ে একলাফে ৩৯

সামান্য কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ হাজার ৬৪ জন। তবে মৃত্যু বেড়ে একলাফে ৩৯। রাজ্যে সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ।

West Bengal News Live Updates: ব্যবসায়ীদের অনুরোধে সাড়া, রবিবার থেকে খুলছে হাওড়ার মঙ্গলা হাট

ধাক্কায় রোজগারপাতি বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে হাওড়ার মঙ্গলাহাট। আগামী রবি, সোম এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বরে হাট বসতে চলেছে। সেই নিয়ে শুক্রবার হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়ীদের দু’দফায় বৈঠক হয়।

WB News Live Updates: গঙ্গাসাগর মেলায় গিয়ে হৃদরোগে আক্রান্ত উত্তরপ্রদেশের বাসিন্দা

গঙ্গাসাগর মেলায় গিয়ে হৃদরোগে আক্রান্ত। রোগী সুভাষ চন্দ্রের বয়স ৪৬ বছর। বাড়ি উত্তরপ্রদেশে। গতকাল অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়।

West Bengal News Live Updates: দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসক-সহ মোট ৫৫ জন করোনায় আক্রান্ত

দুর্গাপুরে (Durgapur) করোনার প্রকোপ (COVID-19) বেড়েই চলেছে। মহকুমা হাসপাতালের পর এ বার দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসক-সহ মোট ৫৫ জন করোনায় আক্রান্ত হয়ে পড়লেন।

WB News Live Updates: পুরভোট পিছনোয় হাইকোর্ট-কমিশনকে ধন্যবাদ অভিষেকের

পুরভোট পিছিয়ে দেওয়ায় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক। ‘পরবর্তী ৩ সপ্তাহে রাজ্যের সংক্রমণ হার ৩ শতাংশের নীচে নামাতে হবে’।‘আমাদের একসঙ্গে কাজ করে সংক্রমণ হার কমানো নিশ্চিত করতে হবে’। ‘করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করা এই মুহূর্তের অগ্রাধিকার’। ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: সংক্রমণের থাবা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, বন্ধ দুই করোনা ওয়ার্ড

করোনার কবলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংক্রমিত দুই শতাধিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। আক্রান্তরা হোম আইসোলেশনে থাকায় হাসপাতালে কর্মী সঙ্কট। বন্ধ করে দেওয়া হল হাসপাতালের দুটি করোনা ওয়ার্ড। রোগীদের পাঠানো হল করোনা চিকিৎসার বিশেষ ওয়ার্ডে।

WB News Live Updates: ৫ রাজ্যে ২২ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী র‍্যালিতে নিষেধাজ্ঞা

দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ২২ জানুয়ারি পর্যন্ত করা যাবে না কোনও র‍্যালি। ৫ রাজ্যে ২২ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী র‍্যালিতে নিষেধাজ্ঞা। ৪ দেওয়ালের মধ্যে সর্বাধিক ৩০০ জন নিয়ে করা যেতে পারে সভা। সভাকক্ষে ৫০ শতাংশের বেশি জমায়েত নয়। রাজনৈতিক দলগুলিকে মানতে হবে করোনা বিধি। নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের।

West Bengal News Live Updates: প্রকাশ্য বিবৃতি নয়, অন্যথায় কঠোর পদক্ষেপ, ঘোষণা পার্থর

দলের বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা চলবে না। অন্যথায় কঠোর পদক্ষেপ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সাবধান হওয়ার বার্তা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: বিজেপি-তে থেকেই এ বার আন্দোলনের হুঁশিয়ারি শান্তনুর

‘বঙ্গ বিজেপি-র নতুন কমিটিতে ক্ষতি হচ্ছে দলের। দলকে কুক্ষিগত করতে চাইছেন সংগঠনের এক নেতা। মনে হচ্ছে, অন্য দলের সঙ্গে যোগ রয়েছে ওই নেতার’, বিস্ফোরক অভিযোগ শান্তনু ঠাকুরের। দিলেন আন্দোলনের হুঁশিয়ারি।

West Bengal News Live Updates: ডায়মন্ড হারবার মডেল এ বার অশোকনগরেও

অশোকনগরেও মাস্কহীনদের (Mask UP) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মাস্ক ছাড়া রাস্তায় কাউকে দেখলেই কিয়স্কে নিয়ে গিয়ে তাঁর র‌্যাপিডঅ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) করানো হবে বলে জানানো হয়েছে।

WB News Live Updates: দুর্গাপুর ইস্পাত হাসপাতাল একসঙ্গে প্রায় ১৭ জন চিকিৎসক

দুর্গাপুর মহকুমা হাসপাতালের পর এ বার দুর্গাপুর ইস্পাত হাসপাতাল। একসঙ্গে প্রায় ১৭ জন চিকিৎসক কোভিড আক্রান্ত। অন্য দিকে ১৭ জনের মধ্যে প্যাথলজি বিভাগে ১১ জনই মারণ ব্যাধির থাবায় আক্রান্ত। এই ছাড়াও রয়েছেন আরও বেশ কয়েকজন হাসপাতালকর্মী।

West Bengal News Live Updates: বিজেপি-তৃণমূল সংযোগ! পোর্ট ট্রাস্ট এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

এক্সাইড মোড়ে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠকের আগে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। ওই পোস্টারে বিজেপির এক শ্রেণির নেতাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে। বিজেপিকে শেষ করে নিজেদের আখের গোছাচ্ছেন কেউ কেউ, তোলা হয়েছে এমন অভিযোগও। কে বা কারা ওই পোস্টার দিয়েছে, তা স্পষ্ট নয়। তবে বিক্ষুব্ধ নেতাদের বৈঠকস্থলে এমন পোস্টার পড়ায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। 

WB News Live Updates: ফার্মাসি কাউন্সিলে করোনার হানা, সোমবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ

রাজ্য ফার্মাসি কাউন্সিলে করোনার হানা। সোমবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেকের পূর্ত ভবনে ফার্মাসি কাউন্সিলের অফিস। একের পর এক ফার্মাসিস্ট করোনা আক্রান্ত। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ফার্মাসি কাউন্সিল বন্ধ রাখার সিদ্ধান্ত। পয়লা ফেব্রুয়ারি ফার্মাসি কাউন্সিল খুললেও, সমস্ত কাজকর্ম হবে অনলাইনে।

West Bengal News Live Updates: সাত দিনের বেশি জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে রোগীকে, জানাল রাজ্য

৭ দিনের বেশি টানা জ্বর থাকলে রোগীকে ভর্তি করতে হবে হাসপাতালে। রক্তচাপ ১০০-র কম থাকলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ। রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪%-র নীচে থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে।

WB News Live Updates: উপসর্গহীন হলেও, করোনা পজিটিভদের নিভৃতবাসেই থাকতে হবে, সংশোধিত নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

আইসোলেশনের সংশোধিত নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেই থাকতে হবে আইসোলেশনে। উপসর্গহীন হলেও থাকতে হবে আইসোলেশনে। কোমর্বিডিটি থাকলে আক্রান্তদের উপর বিশেষ নজর রাখতে হবে।

West Bengal News Live Updates: কলকাতা পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৪৪

কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৪৪ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানা এলাকাতেই নতুন করে ৬টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়।

WB News Live Updates: গঙ্গাসাগরের পর এ বার রাজ্যে অন্য মেলাতেও ছাড়

গঙ্গাসাগরের পর এ বার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’। ‘সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা’। নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের। বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র। ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

West Bengal News Live Updates: মাস্কহীনদের জন্য ডায়মন্ড হারবার মডেল অশোকনগরে

ব্যারাকপুরের পর এ বার অশোকনগর। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। সঙ্গে সঙ্গে কিয়স্কে নিয়ে গিয়ে করা হবে আরটিপিসিআর পরীক্ষা।  ডায়মন্ড হারবার মডেলে অশোকনগর।

WB News Live Updates: তিন সপ্তাহ পিছিয়ে গেল পুরভোট, ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি কমিশনের

২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট। করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে গেল ৪ পুরনিগমের ভোট। রাজ্য সায় দেওয়ার পরই বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ: সূত্র।

West Bengal News Live Updates: এক্সাইড মোড়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য

এক্সাইড মোড়ে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠকের আগে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। ওই পোস্টারে বিজেপির এক শ্রেণির নেতাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে। 

WB News Live Updates: কালিয়াচকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু কিশোরের

মালদার কালিয়াচকে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক কিশোরের। 

West Bengal News Live Updates: চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে ধুন্ধুমার

দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে ধুন্ধুমার। সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। গন্ডগোলের ভিডিও ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চকগোপাল গ্রামে মন্দিরের সামনে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। তা নিয়ে কথা বলতে যাওয়ায় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গ্রামবাসীদের একাংশ। বেধে যায় সংঘর্ষ। দু’ পক্ষই বাঁশ, লাঠি নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 

WB News Live Updates: ভোট পিছনোয় সায় রাজ্যের, কমিশনকে চিঠি

ভোট পিছিয়ে দিতে সায় রাজ্যের। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল রাজ্য। আদালতের নির্দেশের পর রাজ্যের অবস্থান জানতে চায় কমিশন। তারপরেই আজই চিঠি দেয় রাজ্য। চিঠিতে রাজ্য লিখেছে, ''করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, তবে ভোট পিছিয়ে দিলে আপত্তি নেই।'' দুপুরেই বিজ্ঞপ্তি দিয়ে ভোট পিছনোর কথা ঘোষণা করতে পারে কমিশন।

West Bengal News Live Updates: অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল?

করোনা মোকাবিলায় এবার অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল অনুকরণের ভাবনা। কিয়স্ক তৈরি করে করা হবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।ব্যারাকপুরের পর এবার অশোকনগরেও মাস্ক না পরলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। 

WB News Live Updates: করোনা ঠেকাতে ভাঙড়েও বাজার বন্ধের নির্দেশিকা

করোনা মোকাবিলায় এবার ভাঙড়ে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। সামনের সপ্তাহ থেকে বৃহস্পতি ও শুক্র, এই ২ দিন ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ থাকবে বাজার। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত রোটেশনের ভিত্তিতে সপ্তাহে একদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal News Live Updates: করোনা সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা বোলপুর পুরসভার

করোনা সংক্রমণ ঠেকাতে বাজার, দোকান বন্ধে নতুন নির্দেশিকা জারি করল বোলপুর পুরসভা। বাড়ানো হল দোকান, বাজার খোলা রাখার সময়সীমা। 

WB News Live Updates: করোনা আবহে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা

হু হু করে বাড়ছে করোনা। তারই মধ্যে অনুষ্ঠিত হল গঙ্গাসাগর মেলা ও বীরভূমে জয়দেব-কেঁদুলির মেলা। যদিও করোনার কারণে বাতিল হয়েছে বিভিন্ন জেলার বইমেলা। বিভিন্ন জায়গায় পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ছোট ছোট মেলাগুলিও বাতিল করেছে প্রশাসন।

West Bengal News Live Updates: দোমহনিতে যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু কাজ

উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শেষ হয় উদ্ধার কাজ। এরপর শুক্রবার সকাল থেকেই ফের ওই ট্র্যাকে ট্রেন চালাতে যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় মেরামতির কাজ। ক্ষতিগ্রস্ত ঢালাই করা স্লিপারগুলির বদলে বসানো হয় লোহার পাত।

WB News Live Updates: দোমহনিতে ট্রেন দুর্ঘটনার কারণ কী? বয়ানে ধন্দ

ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনা কারণ কী? ট্র্যাকশন মোটর ভেঙে পড়াতেই কি  বিপত্তি? ধন্দ বাড়ছে বিভিন্ন বয়ানে। রেলমন্ত্রীর মতে, ট্র্যাক বা কোচ নয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রেল ট্র্যাকে সমস্যার তত্ত্ব সামনে এনেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক! ট্রেনের ট্র্যাকশন মোটরে সমস্যা দেখছেন না তাঁর সহকারী!

West Bengal News Live Updates: সায়েন্স সিটির সামনে গর্তে উলটে পড়ল ডাম্পার

গড়িয়ার পাটুলি থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে, সায়েন্স সিটির কাছে রাস্তার ধারে গর্তে উল্টে পড়ল মাটি বোঝাই ডাম্পার। আহত ডাম্পার চালককে উদ্ধার করে পুলিশ। গতকাল রাত দেড়টা নাগাদ মেট্রোপলিটন এলাকায় দুর্ঘটনা ঘটে। 

WB News Live Updates: পোস্টার বিতর্কে অস্বস্তিতে গেরুয়া শিবির

ডাউন বনগাঁ লোকালের কামরায় রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক। অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল রাতে বারাসাতের হৃদয়পুর স্টেশনে শিয়ালদাগামী বনগাঁ লোকালের কামরায় রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার দেখা যায়। পোস্টারে প্রতারণা ও গরুপাচারের অভিযোগ তুলে বিজেপি নেতাকে অপসারণের দাবি জানানো হয়েছে। 

West Bengal News Live Updates: জঙ্গলমহল উৎসব কী পিছোনো সম্ভব? করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ডিএমকে নির্দেশ হাইকোর্টের

জঙ্গলমহল উৎসব কী পিছোনো সম্ভব? করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ডিএমকে নির্দেশ হাইকোর্টের। সিদ্ধান্ত নিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। 

WB News Live Updates: ২২ জানুয়ারির ভোট হতে পারে ১২ ফেব্রুয়ারি

আপাতত হচ্ছে না ৪ পুরসভার ভোট। পিছোতে পারে ২-৩ সপ্তাহ। কমিশনে আবেদন তৃণমূলেরও। ২২শে জানুয়ারির ভোট হতে পারে ১২ ফেব্রুয়ারি

প্রেক্ষাপট

৩০ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর ইন্ডোর (Chandannagar Stadium) স্টেডিয়াম। দখল হয়ে যাচ্ছে স্টেডিয়ামের জায়গা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা পরিণত হচ্ছে দুষ্কৃতীদের আখড়ায়। যা নিয়ে পুরভোটের মুখে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


এয়ার ইন্ডিয়ার (Air India) হ্যাঙ্গারে ট্র্যাক্টর উল্টে বিমানবন্দর কর্মীর মৃত্যু। ট্র্যাক্টর থেকে ছিটকে পড়ে পিষ্ট হয়ে গ্রাউন্ড স্টাফের মৃত্যু। কলকাতা বিমানবন্দরেই জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিৎ রায়ের মৃত্যু। গ্রাউন্ড স্টাফের মৃত্যু নিয়ে এখনও মেলেনি বিমানবন্দরের প্রতিক্রিয়া। 


জনস্বার্থেই পিছনো যেতে পারে পুরভোট, বলছেন চিকিত্‍সকরা। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক কমিশন, মত বিকাশরঞ্জন ভট্টাচার্যের। ভোট স্থগিত চায় বিজেপি। 


২ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট, খবর সূত্রের। ভোট পিছোতে কমিশনের কাছে আবেদন তৃণমূলের, খবর সূত্রের। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, এই ৪ পুরসভার ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আবেদন তৃণমূলের। 


জঙ্গলমহল উৎসব কি পিছিয়ে দেওয়া সম্ভব? ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে জেলাশাসককে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জঙ্গলমহল মেলা। তিনদিন ধরে চলার কথা জঙ্গলমহল মেলা। জঙ্গলমহল মেলা স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.