WB News Live Updates: প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, বয়স হয়েছিল ৭৪ বছর
Get the latest West Bengal News and Live Updates: ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা। অল্প সময়ে প্রচুর লাভের টোপ। একাধিক ব্যক্তি প্রতারিত। গার্ডেন রিচ থেকে গ্রেফতার অভিযুক্ত
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতেও বিয়ের মরসুম বলে, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হল বীরভূমের চার পুর এলাকায়। অন্যদিকে কাল ও পরশু দোকান-বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে সিঙ্গুর এক নম্বর পঞ্চায়েত এলাকায়।
২০১২ সালে অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য পান ‘বঙ্গবিভূষণ’ সম্মান পান শাঁওলি মিত্র
ফুরলো জীবনের সব ‘যুক্তি তক্কো আর গপ্পো’, প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র
প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শাঁওলি মিত্র আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শাঁওলি মিত্রর বয়স হয়েছিল ৭৪ বছর। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র।
গোয়া বিধানসভা ভোটের আগে ফের ধাক্কা তৃণমূলে। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কো। কিছুদিন আগে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন অ্যালেক্সিও। গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কো। কংগ্রেস ছেড়ে কিছুদিন আগেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। "অনেকের মত ওনাকেও তৃণমূল কংগ্রেসে স্বাগত জানানো হয়েছিল। এখন উনি দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন, আমরা তাঁকে শুভেচ্ছা জানাই।'' গোয়া তৃণমূলের তরফে সরকারিভাবে বিবৃতি মহুয়া মৈত্রের।
আলিপুরদুয়ারের নবগঠিত ফালাকাটা পুরবোর্ড দখল করতে তৎপর তৃণমূল। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জনসংযোগ কর্মসূচি শাসক দলের। নথিবদ্ধ করা হচ্ছে পুরবাসীদের সমস্যা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
রাজ্যে ১ দিনে সংক্রমণ অনেকটাই কমল, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪, ৯৩৮। গতকালের তুলনায় ১০ হাজারের বেশি টেস্ট কম হয়েছে । একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের, গতকাল ৩৯ জনের মৃত্যু হয়। কলকাতাতেই একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতাই। কলকাতার পরই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা।
আমরা একমাস ভোট পিছোনোর কথা বলেছিলাম। কমিশন সবাইকে খুশি করার চেষ্টা করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট করা উচিত নয়। পুরভোট পিছোনো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আলিপুরদুয়ারের নবগঠিত ফালাকাটা পুরবোর্ড দখল করতে তৎপর তৃণমূল। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জনসংযোগ কর্মসূচি শাসক দলের। নথিবদ্ধ করা হচ্ছে পুরবাসীদের সমস্যা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
আসানসোলে বিজেপির প্রচারে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গান। বাবুলের ‘এই তৃণমূল আর না’ গান বাজিয়ে চলছে প্রচার। বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি টোটোয় চড়ে প্রচার করেন। চন্দনা বাউড়ির টোটোয় বাজল বাবুল সুপ্রিয়র গান।
জন্মের পরই শিশুর হৃদযন্ত্রে সমস্যা। আর্থিক সংস্থান না থাকায় সদ্যোজাতকে নিয়ে আতান্তরে পড়েছিল পরিবার। ফেসবুক পোস্টে সেই খবর পেয়েই সক্রিয় হল ‘টিম অভিষেক’। ডায়মন্ড হারবারের সাংসদের টিমের সদস্যদের সহযোগিতায় শিশুটিকে ভর্তি করা হল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে।
বিধাননগরে রবিবাসরীয় ভোটের প্রচার সারল শাসক থেকে বিরোধী সব দল। দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগের সঙ্গেই চা চক্রে অংশ নিলেন দিলীপ ঘোষ। আবাসনের বাসিন্দাদের মধ্যে প্রচার সারলেন ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২১ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীও এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন।
মা ফ্লাইওভারের পর এবার চিনা মাঞ্জার আতঙ্ক মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় জখম বাইক আরোহী। পূজালির বাসিন্দা ওই ব্যক্তি রাসবিহারীর দিকে যাচ্ছিলেন। আহত ব্যক্তির নাম সোমনাথ দলুই। কপালে চোট পান তিনি, বাইক সহ পড়ে যান উড়ালপুলের ওপরেই। অন্য এক বাইক আরোহী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? খতিয়ে দেখতে, তদন্ত শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে।
রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বাদুড়িয়ায় তুলকালাম। দফায় দফায় পথ অবরোধ, গাড়ি ও বাড়ি ভাঙচুর। ইটবৃষ্টিতে জখম এসআই। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু । এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ জন।
‘ডায়মন্ড’-সংঘাতে এবার কল্যাণের বক্তব্যকে হাতিয়ার করে ট্যুইট অমিত মালব্যর।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফের ব্রাত্য বাংলার ট্যাবলো। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক আলোচনা হয়েছে, আর কিছু নয়, বৈঠক শেষে বললেন শান্তনু ঠাকুর
শৃঙ্খলা ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মদন মিত্রর
এখনও সবার দ্বিতীয় ডোজ কেন হল না? প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
টেসলার সিইও ইলন মাস্ককে বাংলায় বিনিয়োগে স্বাগত। মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানির। পাল্টা রব্বানিকে কটাক্ষ করে ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর। ‘বাংলায় মাস্কের যাত্রা শুরু হবে ভোট পরবর্তী সন্ত্রাসে মমতার রেকর্ড দিয়ে ? শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন দিয়ে? এটা কি হাস্যকর নয়!’ ট্যুইট বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। ‘ভারত সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে’, টেসলার ভারতে আসা নিয়ে ট্যুইট করেছিলেন ইলন মাস্ক। ‘বাংলায় আসুন, পরিকাঠামো ও মুখ্যমন্ত্রীর দূরদর্শিতায় বাংলা সেরা। বাংলা মানেই বাণিজ্য।’ ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান জানান গোলাম রব্বানি।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকে করোনা রুখতে অভিনব কৌশল। জনবহুল বাজারে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির সিদ্ধান্ত হাবড়া পুরসভার। পুর প্রশাসক জানিয়েছেন, হাবড়া শহরে ৮০টি সিসি ক্যামেরা রয়েছে। মাস্ক পরা ও সাধারণ স্বাস্থ্য বিধি নিয়ে নজরদারি চালাতে আরও ৩২টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া, আগামী সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার হাবড়া শহরে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া দোকান, বাজার এবং শনিবার জয়গাছিতে কাপড়ের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ মোকাবিলায় বিধিনিষেধ আরোপ হয়েছে দেগঙ্গাতেও। দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমস্ত বাজার কমিটির সদস্যদের নিয়ে গতকাল বৈঠক করেন বিডিও, এসডিপিও ও দেগঙ্গা থানার আইসি। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে দেগঙ্গার সমস্ত দোকান, হাট, বাজার।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার জয়রামপুর গ্রামে শতবর্ষ প্রাচীন কালীমন্দির চুরি। আজ সকালে মন্দির পরিষ্কার করতে এসে সেবাইত দেখতে পান, মন্দিরের গেটের তালা ভাঙা রয়েছে। মায়ের শরীরের সমস্ত গয়না চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।
ফের বিদ্রোহী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এবার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক। রয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তিন বিধায়কই মতুয়া মহাসঙ্ঘের সদস্য।
করোনা সংক্রমণ রুখতে সকাল ১০টার পর থেকে বন্ধ গ্যালিফ স্ট্রিটের পাখি বাজার। প্রতি রবিবার বাগবাজারের কাছে গ্যালিফ স্ট্রিটে এই বাজার বসে। পোষ্য কিনতে রীতিমতো ভিড় জমে যায়। সংক্রমণ রুখতে আজ থেকে সকাল ১০টা পর্যন্ত বাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়। নির্দেশ অমান্য করে এরপরও বেচাকেনা চলায় বাজার সমিতির সদস্য ও শ্যামপুকুর থানার পুলিশ গিয়ে পাখি বাজার বন্ধ করে দেয়
নো মাস্ক, নো সেল। করোনা মোকাবিলায় এই স্লোগানে ভর করেই প্রচারে নামল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এদিন ইংরেজবাজার শহরের বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়। মাস্ক না পরলে ক্রেতাদের পণ্য বিক্রি না করার নির্দেশ ব্যবসায়ীদের। দোকানে দোকানে লাগিয়ে দেওয়া হয় নো মাস্ক, নো সেল পোস্টার।
ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার লক্ষাধিক টাকার চরস, গাঁজা। গ্রেফতার এক মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ঘুটিয়ারি শরিফ এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ১৪২ গ্রাম চরস ও ২৫ কেজি গাঁজা। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।
আমরা একমাস ভোট পিছোনোর কথা বলেছিলাম। কমিশন সবাইকে খুশি করার চেষ্টা করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট করা উচিত নয়। পুরভোট পিছোনো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
সদ্যোজাতকে বাঁচাতে টালিগঞ্জের পরিচালকের ফেসবুক পোস্ট। তা দেখেই শিশুর চিকিত্সায় এগিয়ে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। তিনদিন আগে দমদমের আইএলএস হাসপাতালে পুত্রসন্তান প্রসব করেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। কিন্তু আর্থিক সংস্থান না থাকায়, অন্য হাসপাতালে নবজাতককে ভর্তি করতে পারছিল না পরিবার। এরপরই পরিচিতর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের পরিচালক অনির্বাণ মাইতি। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে সক্রিয় হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। তাদের তত্পরতায় অসুস্থ শিশুকে ভর্তি করা হয়েছে আর এন টেগোর হাসপাতালে।
বেলভিউতে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত থেকে রয়েছেন ভেন্টিলেশনে। ৯৭ বছরের কার্টুনিস্ট চিকিত্সায় সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন চিকিত্সক সমরজিৎ নস্কর। ২৩ দিন ধরে বেলভিউতে ভর্তি নারায়ণ দেবনাথ। তাঁর চিকিত্সার জন্য মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে।
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী সপ্তাহে ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে বাজার। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে রোটেশনের ভিত্তিতে সপ্তাহে একদিন বাজার বন্ধ থাকবে।
গোয়ালপোখরে বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে চার মাসের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের শিশু কন্যা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলি
জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবলের দুর্ঘটনায় মৃত্যুর পর নড়েচড়ে বসল লালবাজার। পুলিশকর্মীদের বাঁচাতে নয়া নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের। শুক্রবার বিনীত গোয়েল শহরের 25 টি ট্রাফিক গার্ডকে নির্দেশিকা জারি করে জানান, এবার থেকে সব ট্রাফিক গার্ডের কনস্টেবলকে নিয়ন রঙের রিফ্লেকশন জ্যাকেট পরতে হবে। এবং কর্তব্যরত সার্জেন্টদের পড়তে হবে সোল্ডার লাইট। যাতে দূর থেকে কোনও গাড়ি সহজেই দেখতে পারে
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই শতাধিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। কর্মী সংকটে বন্ধ করে দেওয়া হল দুটি ওয়ার্ড।
নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।
আজ থেকে টানা ৩ দিন ক্যানিংয়ের সাতমুখী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে ৩ দিন বন্ধ থাকবে ক্যানিংয়ের তালদি বাজার।
ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা। অল্প সময়ে প্রচুর লাভের টোপ। একাধিক ব্যক্তি প্রতারিত। গার্ডেন রিচ থেকে গ্রেফতার অভিযুক্ত।
প্রেক্ষাপট
কলকাতা জুড়ে হানিট্র্য়াপ চক্র (Honey Trap)। সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ প্রথমে। তার পর ভিডিয়ো কল (Video Call) এবং ঘনিষ্ঠতা। সই থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো হাতিয়ে তোলাবাজি (Extortion) এবং ব্ল্যাকমেইল। শহরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ। একাধিক থানায় অভিযোগ দায়ের। এই ধরনের ফোন বা অনুরোধ পেলে ব্লক করে দেওয়ার নির্দেশ।
কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) যুব কংগ্রেসের দায়ের হিংসার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা রুজু করল জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজই(শনিবার) যুব কংগ্রেসের অভিযোগকারী নেতার কাছে মামলা রুজুর বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটের দিন একাধিক কংগ্রেস প্রার্থীকে পুলিশের সামনেই মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্থা করা হয়। আরও অভিযোগ করা হয়, পুরভোটে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা তো নেয়ইনি, উল্টে অনেক ক্ষেত্রে দুষ্কৃতীদেরই সাহায্য করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন।
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) পুত্রবধূ স্বাতী রায়ের (Swati Roy)। বিয়ের পর থেকে বিধায়কের ছেলে মারধর করতেন বলে অভিযোগ। আত্মঘাতী হতে গিয়েছিলেন বলেও জানিয়েছেন স্বাতী। স্বামী-শ্বশুরবাড়ির হাত থকে বাঁচতে চান বলে আর্তি।
ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা। অল্প সময়ে প্রচুর লাভের টোপ। একাধিক ব্যক্তি প্রতারিত। গার্ডেন রিচ থেকে গ্রেফতার অভিযুক্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -