WB News Live Updates: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ৮৩৫

Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Feb 2022 08:49 PM
West Bengal News Live: পুরভোটের প্রচারে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল

পুরভোটের প্রচারে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের এই দাবি ঘিরে তুঙ্গে তরজা। পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল ও বিজেপি।

WB News Live : এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক

এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক। পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গতকাল রাতে বাঘের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক চেপে বসেছে। এলাকায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা স্বীকার করেছে বন দফতর।  নদীর ওপারে মূর্তিমান আতঙ্ক। 

West Bengal News Live: রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০৫,৮৭২ জন।

WB News Live : বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ

বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর। সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য। শেষযাত্রায় সামিল অসংখ্য মানুষ।

West Bengal News Live: গত পুরভোটে যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না

গত পুরভোটে যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, কমিশনের তালিকায় নাম রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থীর।

WB News Live : সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাতে আমহার্স্ট স্ট্রিটে দুই ক্লাবের মধ্যে বচসা

সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাতে আমহার্স্ট স্ট্রিটে দুই ক্লাবের মধ্যে বচসা। একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগ। আহত ৪। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ। ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। স্থানীয় সূত্রে খবর, পাশাপাশি দুটি ক্লাবের মধ্যে বহুদিনের রেষারেষি। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সামনে ব্যান্ড পার্টি নিয়ে নাচানাচি করায় বিবাদ বাধে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে পুলিশ এসে দু’ পক্ষকে সরিয়ে দেয়। অভিযোগ, রাতে ভিয়ানা ক্লাবের সদস্যরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: জমি-বিবাদের জেরে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

জমি-বিবাদের জেরে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বজবজের আলমনগরের ঘটনা। মৃতের নাম ধনঞ্জয় কোড়া। পরিবারের দাবি, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইপোর সঙ্গে বিবাদ চলছিল ধনঞ্জয়ের। পরিবারের অভিযোগ, গতকাল রাতে জমি থেকে ধনেপাতা আনতে গিয়ে ভাইপোর হাতে খুন হন ওই ব্যক্তি। বজবজ থানায় খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ভাইপো পলাতক।

WB News Live : তৃণমূলে প্রার্থী বিক্ষোভের মধ্যেই খড়গপুরে উলটপুরাণ

তৃণমূলে প্রার্থী বিক্ষোভের মধ্যেই খড়গপুরে উলটপুরাণ। তৃণমূলের তালিকায় নাম থাকলেও, ভোটে লড়বেন না বলে জানিয়ে নেতৃত্বকে চিঠি দিলেন দুই প্রার্থী ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি ঘোষ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী যিশু নায়েক। আলোচনা না করেই প্রার্থী তালিকায় নাম, সেই কারণেই ভোটে না লড়ার সিদ্ধান্ত, চিঠিতে দাবি দুই প্রার্থীর। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, ওই ২ জন তৃণমূলের সঙ্গে যুক্ত নন, কীভাবে তাঁরা প্রার্থী হলেন তা স্পষ্ট নয়। ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে শাসকদল। বিজেপির কটাক্ষ, খড়গপুর পুরসভা দুর্নীতিগ্রস্ত, সেই কারণে কেউ প্রার্থী হতে চাইছে না।

West Bengal News Live : কলকাতায় এলেই, এই বাড়িতে আসতেন লতা মঙ্গেশকর

দক্ষিণ কলকাতার শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ। এখানেই একসময় ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। গান-গল্প-আড্ডায় মুখরিত হত অন্দরমহল। কলকাতায় এলেই, এই বাড়িতে আসতেন লতা মঙ্গেশকর। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে অসংখ্য স্মৃতি।

WB News Live : পুরভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া

পুরভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা। তদন্তে পুলিশ।

West Bengal News Live : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাইক আরোহীর ওপর উঠে গেল বাস

রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর এক বাইক আরোহীর ওপর উঠে গেল বাস। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে এক সিভিক ভলেন্টিয়ার। ডিউটি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ওই সিভিক কর্মী। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে এসে উত্তেজিত হয়ে বাসে ভাঙচুর চালায়। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। বাস ও দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইকটি আটক করে গাজোল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজোলের ঘাকসোল এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।

WB News Live : আবারও বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়

আবারও বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়। শনিবার রাতে বাঘের উপস্থিতি বুঝতে পারে পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা। তারপর থেকেই লাঠি, বাঁশ নিয়ে পাহারা দিচ্ছিল তারা। রবিবার সকালে ঠাকুরান নদীর চরে টাটকা বাঘের পায়ের ছাপ দেখা যায়। তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পায়ের ছাপ অনুযায়ী তল্লাশি শুরু করেন। যদিও এখনও পর্যন্ত বাঘটিকে চোখে দেখা যায়নি ।

West Bengal News Live : শান্তিপূর্ণ পুরভোটের দাবিতে টিটাগড় থানার সামনে সিপিএমের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা

শান্তিপূর্ণ পুরভোটের দাবিতে টিটাগড় থানার সামনে সিপিএমের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা । ব্যারাকপুর টিটাগড় সিপিএম কর্মীরা ডেপুটেশন দিতে চান যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় । থানার সামনে যখন সিপিএম কর্মীরা জমায়েত হন, অভিযোগ, সেই সময় বিনা প্ররোচনায় পুলিশ তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি করে । তাঁদের কোনও কথা না শুনে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এবং পুলিশের লাঠিচার্জে কয়েকজন  কর্মী জখম হন । এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে তিন জন সিপিএম কর্মীকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ।

WB News Live : রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন

কাল রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় বাজবে লতার গান। 

West Bengal News Live : "বাংলার শ্রেষ্ঠ সম্মান দিতে চেয়েছিলাম, অসুস্থতার কারণে আসতে পারেননি", সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলার শ্রেষ্ঠ সম্মান দিতে চেয়েছিলাম। অসুস্থতার কারণে আসতে পারেননি। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া প্রতিক্রিয়ায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। কাল রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা।

WB News Live : এই প্রথম ভোটের লড়াইয়ে করোনাযোদ্ধা,  চন্দননগরের ৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী গোপাল শুক্লা

খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। মনে প্রাণে বিশ্বাস করেন চন্দননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী গোপাল শুক্লা। করোনাযোদ্ধা এই প্রথম ভোটের লড়াইয়ে। নিরামিষাশী এই বামপ্রার্থী খাওয়ার ব্যাপারে অত্যন্ত সংযত। 

West Bengal News Live : এবার খড়গপুর পুরসভায় সঙ্কট, ভোটে লড়বেন না বলে জানালেন তৃণমূলের দুই প্রার্থী

এবার খড়গপুর পুরসভায় প্রার্থী নিয়ে নতুন সঙ্কট। ভোটে লড়বেন না বলে জানালেন তৃণমূলের দুই প্রার্থী। এ নিয়ে তৃণমূলের খড়গপুর শহর সভাপতিকে চিঠিও দিলেন ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি ঘোষ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী যিশু নায়েক। আলোচনা না করেই প্রার্থী তালিকায় নাম, সেই কারণেই ভোটে না লড়ার সিদ্ধান্ত, চিঠিতে দাবি দুই প্রার্থীর। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, ওই ২ জন তৃণমূলের সঙ্গে যুক্ত নন, কীভাবে তাঁরা প্রার্থী হলেন তা স্পষ্ট নয়। ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে শাসকদল। বিজেপির কটাক্ষ, খড়গপুর পুরসভা দুর্নীতিগ্রস্ত, সেই কারণে কেউ প্রার্থী হতে চাইছে না।

WB News Live : পছন্দের লোককে প্রার্থী না করায়, নিজের প্রার্থীপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ইংরেজবাজারের তৃণমূল নেতার

পছন্দের লোককে দুই ওয়ার্ডে প্রার্থী না করায়, নিজের প্রার্থী পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ইংরেজবাজারের তৃণমূল নেতার। বিক্ষুব্ধ নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নিজে দাঁড়িয়েছেন ২৩ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডে তাঁর মনোনীত কাউকে প্রার্থী করা হয়নি। এ নিয়ে আলোচনাও করেনি দল। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়াও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা। দলের কাছে ক্ষোভের কথা জানাননি। তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে, জানিয়েছে তৃণমূল শিবির। তৃণমূল সাংগঠনিক দল নয়, এটাই তার প্রমাণ। কটাক্ষ বিজেপির।

West Bengal News Live : পুরভোটের আগে অনুব্রতর মুখে হকি খেলার কথা, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

পুরভোটের আগে অনুব্রতর মুখে হকি খেলার কথা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, ভয় দেখাতেই এ’সব কথা বলছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি।

WB News Live : মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের

মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের। দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। তারপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 

West Bengal News Live : সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমহার্স্ট স্ট্রিটে দুই ক্লাবের মধ্যে বচসা

সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাতে আমহার্স্ট স্ট্রিটে দুই ক্লাবের মধ্যে বচসা। একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগ। আহত ৪। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ। ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। স্থানীয় সূত্রে খবর, পাশাপাশি দুটি ক্লাবের মধ্যে বহুদিনের রেষারেষি। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সামনে ব্যান্ড পার্টি নিয়ে নাচানাচি করায় বিবাদ বাধে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে পুলিশ এসে দু’ পক্ষকে সরিয়ে দেয়। অভিযোগ, রাতে ভিয়ানা ক্লাবের সদস্যরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : ময়নাগুড়িতে পুরভোটের প্রার্থী নিয়ে আপত্তি, কমিটির চেয়ারম্যানেরই ইস্তফা

ময়নাগুড়িতে পুরভোটের প্রার্থী নিয়ে আপত্তি। কমিটির চেয়ারম্যানেরই ইস্তফা। আহ্বায়ক পদে ইস্তফার কথা বলেও সুর বদল মৎস্যমন্ত্রীর।

West Bengal News Live Updates: ১৯ জেলায় প্রার্থী-ক্ষোভ

পুরভোটের প্রার্থী নিয়ে বিক্ষোভ ছড়াল ১৯ জেলায়। মহেশতলায় পুলিশের লাঠিচার্জ। বর্ধমানে নামল র‍্যাফ। বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ। 

প্রেক্ষাপট

রানাঘাট (Ranaghat) থেকে শান্তিপুর (Shantipur)। বীরনগর থেকে চাকদা। তৃণমূলের প্রার্থী (TMC Candidate) নিয়ে ক্ষোভ ছড়াল নদিয়ার একাধিক পুর এলাকায়। কোথাও রাস্তায় নেমে চলল বিক্ষোভ, কোথাও আবার প্রার্থীর বিরুদ্ধে  সোশাল মিডিয়ায় করা হল তীর্যক পোস্ট। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর


টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন রামপুরহাটের বিদায়ী উপ প্রশাসক। কর্মীদের নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুরসভার বিদায়ী উপ প্রশাসক। রামপুরহাট পুরসভার বিদায়ী উপ প্রশাসক আব্বাস হোসেন।


পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা সত্বেও, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দুই বিধায়কের। প্রার্থী হবেন না বলে জানিয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের একাধিক সদস্য থাকায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া,  দুই বর্ধমান, কোচবিহার-সহ এখনও পর্যন্ত ১৯টি জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষের ছবি ধরা পড়েছে।


মহেশতলায় প্রার্থী নিয়ে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের প্রতিবাদ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে কেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন। রবীন্দ্রনগর থানায় বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ।


পূর্ব মেদিনীপুরের এগরায় তৃণমূলের পুরপ্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চরমে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। যোগ্য প্রার্থীকে টিকিট না দেওয়া হলে দল ছাড়ারও হুঁশিয়ারি অনেকের। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.