সুপৌল: ব্যাগের মধ্যে করে বন্দুক (gun) এনে ক্লাস থ্রি-এর একটি ছাত্রকে গুলি করল পাঁচ বছরের নাবালক। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সুপৌল জেলার সেন্ট জোনস বোর্ডিং স্কুলে।


পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছরের একজন নার্সারি ছাত্র স্কুলের ব্যাগে করে বন্দুক লুকিয়ে এনে ১০ বছরের ছেলেকে গুলি করে। এর ফলে ক্লাস থ্রি-এর ওই ছাত্র গুরুতরভাবে জখম হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।


আরও পড়ুন: Anurag Thakur: 'জাতের ঠিক নেই' বলে আক্রমণ, অনুরাগের প্রশংসা মোদির, রাহুলের পাশে বিরোধীরা


হাতে গুলি লেগে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রকে একটি ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আমি নিজের ক্লাস যাচ্ছিলাম আচমকা নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে ওই ছেলেটি আমাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। আমি তাকে আটকানোর চেষ্টা করতে সে আমার হাতে গুলি চালায়। ওই ছেলেটির সঙ্গে আমার কোনও গণ্ডগোল ছিল না আমার, তা সত্ত্বেও কেন আমাকে গুলি করল তা বুঝতে পারছি না।


এই ঘটনার জেরে ওই স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। কী করে তাঁর এত বড় গাফিলতির ফলে এই ধরনের ঘটনা ঘটল তা জানতে চাওয়া হচ্ছে। এর পাশাপাশি যে ছেলেটি গুলি চালিয়েছে তাকে ও তার বাবার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে আতঙ্কিত অভিভাবকরা স্কুলে এসে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন।


আরও পড়ুন: Kerala Wayanad Landslide: এক দশক ধরে সতর্কবার্তা, থামেনি বনভূমি ধ্বংস, ওয়েনাডের মৃত্যুমিছিল কি মনুষ্যঘটিত বিপর্যয়? 


এই ঘটনার জেরে জেলার সমস্ত স্কুল পড়ুয়াদের প্রতিদিন ভালো করে ব্যাগ পরীক্ষার পর স্কুলে ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের অন্যান্য স্কুলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমস্ত স্কুল প্রশাসনই যাতে এই ধরনের কোনও ঘটনা তাদের স্কুলে না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে। আমেরিকায় এই ধরনের ঘটনা আকছার হলেও বিহারে এই ঘটনার ঘটনা কোনওদিনই ঘটেনি বলে মতে ওয়াকিবহাল মহলের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Narendra Modi: মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিল কংগ্রেস, পড়তে হতে পারে শাস্তির মুখে