নয়া দিল্লি: বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) ব্রিজ বিপর্যয় (Bridge Collapse)। ভাগলপুরের সুলতানগঞ্জে ভেঙে পড়ল নির্মীয়মাণ কেবল ব্রিজ। নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কেবল ব্রিজ।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভাগলপুরে আগুয়ানি-সুলতানগঞ্জের এই ব্রিজটি হুড়মুড়িয়ে নদীতে ভেঙে যায়। ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তটি ভিডিও করেছেন স্থানীয়রা।
এএনআইকে ভাগলপুরের ডিডিসি কুমার অনুরাগ জানিয়েছেন, রবিবার সন্ধে ৬টার সময় নির্মীয়মান ব্রিজটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন। আমরা 'পুল নির্মাণ নিগম' এর আছে এ বিষয়ে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।
সুলতানগঞ্জের জেডিইউ-এর বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল বলেন, 'আমরা আশা করেছিলাম চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে এই ব্রিজের উদ্বোধন হবে। কিন্তু যেভাবে এই ব্রিজটি আজ ভেঙে পড়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা ম্নিয়ে অবিলম্বে তদন্ত করা উচিত।'
এর আগে সেতু ভেঙে গুজরাতে মৃত্যুমিছিল দেখেছিল দেশ। গুজরাত বিধানসভার আগে মোরবিতে ব্রিজ বিপর্যয়ে রাজনৈতিক তরজাও উঠেছিল। বিরোধীদের প্রশ্ন, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কীভাবে খুলে দেওয়া হল এই সেতু? গুজরাতে মোরবি সেতু-বিপর্যয়ে মৃতের সংখ্যা ছিল ১৩৫। মোরবি সেতু-বিপর্যয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কমিশন গঠন করে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
আরও পড়ুন, 'আমি রেলকে যেভাবে আধুনিক করে দিয়ে এসেছিলাম, সে জন্য দুর্ঘটনা কমেছে', বিজেপিকে একহাত নিলেন মমতা