নয়াদিল্লি: এভাবে চললে আগামী ১০ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন লাগু হবে বলে মঙ্গলবার সংসদে দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখনই যদি পরিস্থতি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে একদিন এই রাজা বাংলাদেশের অংশ হিসেবে পরিগণিত হবে। সংসদে বক্তব্য রাখতে উঠে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একথাই বলেন তিনি।
মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সৌমিত্র খাঁ। হুঁশিয়ারি দিয়ে বলেন, "পশ্চিমবঙ্গকে যদি সঠিক পথে চালনা না করা হয় তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের অংশে পরিণত হবে। বক্তব্য রাখার সময় সংসদে বসে থাকা তৃণমূল সংসদদের দিকে আঙুল তুলে বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে মুসলিমদের সন্তুষ্ঠ করার রাজনীতি চলছে তাতে ১০ বছর বাদে পশ্চিমঙ্গে মুসলিমরা ক্ষমতা দখল করবে এবং তারা আর সংসদে আসবে না।"
আরও পড়ুন: Parliament Session 2024:প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার সময় লোকসভায় লাগাতার স্লোগান বিরোধীদের
এপ্রসঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সৌমিত্র খান বলেন, " পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রের শাসন চালু হয়ে গেছে । সবথেকে বড় সমস্যার বিষয় হল এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রী রাম বলতে পারেন না। স্বরস্বতী পুজোয় করতে পারেন না।"
চোপড়া ও কোচবিহারের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "চোপড়া ও কোচবিহারে মহিলাদের রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর করেছে জেসিবি বলে একজন তৃণমূল নেতা। যে আবার একজন বিধায়কের ঘনিষ্ট। এই ধরনের ঘটনা মুসলিম দেশে হয়। আপনারাই বলুন ভারত কি একটা মুসিলম রাষ্ট্র? পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে দেশে চলে যাচ্ছে।আমি সংসদে একথা বলেছি যাতে গোটা দেশ এটা জানতে পারে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kalimpong Rain: বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা