এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র
সোস্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় সম্বিত জাতীয় সংবাদমাধ্যমে বিতর্ক, আলোচনায় বিজেপির প্রতিনিধিত্ব করার সুবাদে অত্য়ন্ত পরিচিত, জনপ্রিয় মুখ।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর শরীরে কোভিড-১৯ এর লক্ষণ দেখা গিয়েছে। বেসরকারি হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আজ সকালে পাত্র ভর্তি হয়েছেন এবং স্থিতিশীল।
সোস্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় সম্বিত জাতীয় সংবাদমাধ্যমে বিতর্ক, আলোচনায় বিজেপির প্রতিনিধিত্ব করার সুবাদে অত্য়ন্ত পরিচিত, জনপ্রিয় মুখ। সোস্য়াল মিডিয়ায়, বিশেষত ট্যুইটারে প্রায় নিয়মিত জাতীয় রাজনীতির নানা ইস্যুতে তিনি দলীয় মতামত তুলে ধরেন। সেখানে তাঁর ফলোয়ার ৪.৪ মিলিয়নের ওপর। আজ সকালেও তিনি হিন্দুত্ববাদী তাত্ত্বিক নেতা বীর সাভারকরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন।
I spoke to my friend @sambitswaraj. He is in good spirits and fighting back.
— Amit Malviya (@amitmalviya) May 28, 2020
২০১৯-এ লোকসভা নির্বাচনে বিজেপি ওড়িষার একটি কেন্দ্রে পাত্রকে প্রার্থী করেছিল। তবে তিনি জিততে পারেননি।
বিজেপি নেতারা, আরও অনেকে সোস্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিজেপির তথ্য ও প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, পাত্র দারুণ চাঙ্গা রয়েছেন, ঘুরে দাঁড়াচ্ছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে আমার। তাঁকে মানসিক ভরসা জুগিয়েছেন বিজেপি সাংসদ জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।
কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ট্যুইট করেছেন, প্রার্থনা করছি, আমার প্রিয় বন্ধু @sambitswaraj দ্রুত পুরোপুরি সেরে উঠুন, অনেক সুখ, আনন্দে থাকুন, সবসময় সুস্থ থাকুন। নিজের খেয়াল রাখুন, শীঘ্রই আপনি ফিট হয়ে উঠবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
জেলার
জেলার
Advertisement