নয়াদিল্লি: কড়া নিরাপত্তার মধ্যে আজ উপনির্বাচন ( Tripura By Poll 2023) হচ্ছে ত্রিপুরার সিপাহিজলা জেলার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি বিধানসভায় সরাসরি লড়াই হচ্ছে সিপিএম ও বিজেপির।
ত্রিপুরায় সম্মুখ সমরে বিজেপি-সিপিএম
ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার (Tripura) দুটি আসনে প্রার্থী না দিয়ে বামেদের (CPIM) সমর্থন জানিয়েছে কংগ্রেস (Congress) । প্রার্থী দেয়নি ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মোথাও। তারা কোনও দলকেই সমর্থন করছে না বলে জানিয়েছে। বক্সনগরে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনের প্রতিপক্ষ সিপিএম প্রার্থী মিজান হোসেন এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক সামসুল হকের ছেলে। আর ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের লড়ছেন সিপিএমের কৌশিক চন্দ। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮ কোম্পানি ত্রিপুরা স্টেট রাইফেলস। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে।
কাঁটাতারের বেড়া পেরিয়ে ভোট
অপরদিকে, ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া। ওপারে ভারতীয় ভূখণ্ডের বাসিন্দারা প্রতিবার কাঁটাতার পেরিয়ে ভোট দিতে আসেন। এবার ধনপুর ও বক্সনগর বিধানসভার উপনির্বাচনেও তার ব্যতিক্রম ঘটেনি। ভোটারদের আক্ষেপ, কাঁটাতার পেরোতে গেলে প্রায়ই বিএসএফের হাতে হেনস্থার শিকার হতে হয়। প্রয়োজনে পাশে পাওয়া যায় না কোনও রাজনৈতিক দলকেই। তবুও প্রতিবার জিরো পয়েন্টের এই বাসিন্দারা গণতন্ত্রের উৎসবে যোগ দেন।
আজ দেশের আর কোথায় উপনির্বাচন ?
উল্লেখ্য, আজ দেশের ৬ রাজ্য়ের ৭ বিধানসভা কেন্দ্রে চলছে উপ নির্বাচন। উত্তরপ্রদেশ (ঘোসি),পশ্চিমবঙ্গ (ধূপগুড়ি), ত্রিপুরা (ধনপুর, বক্সনগর), কেরল (পুথুপল্লী), উত্তরাখণ্ড (বাগেশ্বর), ঝাড়খণ্ড (ডুমরি)- মোট এই ৭ বিধানসভা কেন্দ্রে চলছে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ পর্ব।
আরও পড়ুন, আড়াই ঘণ্টা পার, ধূপগুড়িতে চলছে ভোটগ্রহণ পর্ব, ৬৬ নং বুথে EVM গোলযোগ
ধূপগুড়িতে লম্বালাইন
প্রসঙ্গত,অপরদিকে, পশ্চিমবঙ্গে এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ? জানা যাবে ৮ সেপ্টেম্বর।