এক্সপ্লোর
Advertisement
আপনার আজকের দিনটি
১০ ফেব্রুয়ারি, ২০১৭
মেষ
আজ আপনার মধ্যে অর্থ উপার্জনের চেষ্টা দেখা যাবে। আজ উদারতা দেখাতে বিপদে পড়তে পারেন। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। মনের পুরনো কিছু আশা পূরণ হতে পারে।
বৃষ
আজ বাড়িতে সুখবর আসতে পারে। অসৎ বুদ্ধির কোন লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কোন চিন্তা আজ সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে।
মিথুন
হঠাৎ কোন কারণে মনে কষ্টের সৃষ্টি হতে পারে। বুদ্ধির ভ্রমে কর্মের ব্যাঘাত আসতে পারে। সঙ্গীত চর্চায় অগ্রগতির সুযোগ আসতে পারে। দিনের শেষ ভাগে প্রতিকুল অবস্থা কাটবে।
কর্কট
আজ ব্যবসায় কর্মচারীর জন্য অবনতির যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি পাওয়ার একটা আশা রাখতে পারেন। পরিবারে কারোর সঙ্গে অশান্তি বাধতে পারে। সন্তানদের কর্মের সুযোগ আসতে পারে।
সিংহ
আজ রাস্তায় যানবাহনের যোগাযোগের জন্য ভোগান্তি হতে পারে । কর্মে অন্য রকম বদল দেখতে পারেন । জ্যোতিষ বিদ্যায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে । নিজের কারোর জন্য খরচ বৃদ্ধি হতে পারে ।
কন্যা
কৃষি কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে । সন্তানের পরীক্ষার ব্যপারে আনন্দের খবর আসতে পারে । দূরের কারোর খুব বাজে খবর আসতে পারে । শরীরে ও মনে আজ সারা দিন কোনও কারনে খুব চাপ থাকবে ।
তুলা
কর্মচারীর জন্য ব্যবসায় সমস্যার সমাধান হতে পারে । খুব কাছের কোনও মানুষের ব্যবহারে মনে দুঃখ । তৃতীয় ব্যেক্তির ফলে দাম্পত্য কলহ মিটবে । আজ কারোর সাথে বিতর্কে গেলে ক্ষতি ।
বৃশ্চিক
পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে । যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে বিপদের আশঙ্কা । প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ । পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ।
ধনু
আজ নতুন কোনও কর্মে প্রচুর উৎসাহ পাবেন । ব্যবসার শত্রু আপনার পিছু ছারবেনা । কোন জটিল সমস্যা আপনার দ্বারা সমাধান হতে পারে । প্রেমের আনন্দ মনে সারা দিন থাকলেও ব্যাকুলতাও থাকবে ।
মকর
ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি । স্ত্রীর প্রেরনা আপনাকে উদ্যমী করে তুলবে । আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না । নিজের কারোর শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা ।
কুম্ভ
আজ বন্ধুকে বেশি বিশ্বাস করলে সঙ্কট হতে পারে । নিজের বাক্যের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম । প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে । তুচ্ছ কোনও কারনে বড় ভ্রমনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে ।
মীন
আজ আপনার বিলাসিতার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে । কর্মে বাঁধা থাকলেও পরে সেটা কেটে যাবে । পড়াশোনার ব্যপারে কাউকে জিজ্ঞাসা করলে ঠকতে হতে পারে । পাওনা প্রাপ্তি যোগ । জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement