এক্সপ্লোর
বাবুঘাটে গঙ্গা থেকে উদ্ধার নিখোঁজ তথ্যপ্রযুক্ত কর্মীর দেহ, মৃত্যু ঘিরে রহস্য
![বাবুঘাটে গঙ্গা থেকে উদ্ধার নিখোঁজ তথ্যপ্রযুক্ত কর্মীর দেহ, মৃত্যু ঘিরে রহস্য Dead body of missing IT employee recovered from Ganga at Babughat বাবুঘাটে গঙ্গা থেকে উদ্ধার নিখোঁজ তথ্যপ্রযুক্ত কর্মীর দেহ, মৃত্যু ঘিরে রহস্য](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/12202200/it-worker-death.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নিউটাউন থেকে নিখোঁজ বিরাটির তথ্যপ্রযুক্তি কর্মী বাবুঘাটে গঙ্গা থেকে উদ্ধার মৃতদেহ!
খুন না কি দুর্ঘটনা? ঘনীভূত রহস্য।
দিনটা ছিল ৬ ডিসেম্বর।নাইট ডিউটি ছিল নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার অ্যাকাউন্ট্যান্ট শঙ্খ নাথের।মৃতের পরিবারের দাবি, সন্ধে সাড়ে ৬টা নাগাদ অফিসে ঢোকেন তিনি। রাত ৯টায় স্ত্রী-র সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর আরও কোনও যোগাযোগ হয়নি। বারবার মোবাইলে ফোন করলেও কেউ ধরেনি।
পরদিনই নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। মৃতের স্ত্রী-র দাবি, ৭ তারিখ থানা থেকে ফের তিনি স্বামীর মোবাইল নম্বরে ফোন করেন। অচেনা এক ব্যক্তি ফোন ধরে জানান, ১০মিনিট পর ফোন করুন, শঙ্খকে দিচ্ছি।
কিন্তু আর মোবাইল ফোনে তাঁকে পাওয়া যায়নি। কয়েকদিন পর নিউটাউনেই অফিস থেকে একটু দূরে, একটি বহুলতের নীচ থেকে উদ্ধার হয় তথ্যপ্রযুক্ত কর্মীর মোবাইল ফোন। এরপর সোমবার বাবুঘাটে গঙ্গা থেকে উদ্ধার শঙ্খ নাথের মৃতদেহ।
মৃতের এক বন্ধুর দিকে সন্দেহের তির পরিবারের।
তদন্তে নেমেছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, মায়ের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল তথ্যপ্রযুক্তি কর্মীর।
সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)