এক্সপ্লোর
আপনার আজকের দিনটি
২ এপ্রিল, ২০১৬
মেষ
পরোপকার করতে গিয়ে মনে আনন্দ লাভ । উচ্চ শিক্ষায় বা কোন গবেষণায় বিশেষ স্বীকৃতি । আপনার মনোনিবেশে কর্মে উন্নতি । গুরুজনের শরীর নিয়ে মনের চাপ কমবে । প্রেম প্রণয়ে আশাভাব ।
বৃষ
বসা বা কর্মের জায়গায় কোনও ব্যাঘাত আসতে পারে । পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । সন্তানদের ব্যবহারে মানসিক শান্তি লাভ । অন্যের কাছ থেকে উপকার নেবেন না ফল ক্ষতি ।
মিথুন
কু-পরামর্শদাতার পরামর্শে কোনও কাজ করবেন না ফলে অর্থ ব্যয়ের সম্ভবনা । গঠনমূলক কোনও কাজে অগ্রসর হতে পারেন ।বিদেশে ভ্রমণ হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি ।
কর্কট
মনে চাঞ্চল্যতার সৃষ্টি হতে দেবেন না হঠাৎ অর্থ ব্যয় হতে পারে । কারোর কথায় প্রভবিত হবেন না পুলিশি ঝামেলার আশঙ্কা।সন্তানদের নিয়ে চিন্তা । হজমের গণ্ডগোলে ভোগান্তি ।
সিংহ
প্রতিবেশী দের সঙ্গে বিবাদের সম্ভবনা । অংশীদারী ব্যবসা না করাই শ্রেয় । সাধু-সন্তদের সঙ্গে মেলামেশা করুন । হঠাৎ করে কোনও পুরনো সম্পত্তি পাওয়ার যোগ আছে । গুরুজনের ব্যবহারে মনে খুশি।
কন্যা
চাকরিতে পদন্নোতির আশা আছে । সম্পত্তি ক্রয় বিক্রয় না করাই ভাল ।সাধু সেবায় মনে শান্তির সৃষ্টি হতে পারে । মা-বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে । উচ্চ শিক্ষার যোগ ।
তুলা
হঠাৎ করে কোন উচ্চ আকাঙ্ক্ষায় সমস্যার সম্মুখিন হতে পারেন ।সুযুক্তির প্রভাবে বিতর্কে জিততে পারেন । কুচক্রী সহকর্মীদের মোকাবেলা করে অগ্রগতি । সংসারে মনমালিন্যের সৃষ্টি ।
বৃশ্চিক
শত্রুদের কাছ থেকে আজকের দিনে একটু সমঝে চলুন ।কর্মে অপ্রতাশিত লাভের সম্ভবনা । প্রেম সংক্রান্ত দিকে না এগুনোই ভালো । লিভারের জটিলতায় ভোগার সম্ভবনা ।
ধনু
ব্যবসা সম্প্রসারণে শ্রী বৃদ্ধি লাভ করবেন । চাকুরিজীবীরা কর্মের জায়গায় সচেতন থাকবেন । সন্তানের পড়াশোনা নিয়ে হতাশা । চোখের পীড়ায় ভোগান্তি । গুরুজনের সহায়তা নিন ।
মকর
পাওনা আদায় নিয়ে আপদস্থ হওয়ার ফলে মনোকষ্ট । দূরে কোথাও ভ্রমণের সংকেত । দাম দাম্পত্য কলহ মিটতে পারে । জমি জাতীয় সম্পত্তি ক্রয় – বিক্রয় করার ভালো দিন ।
কুম্ভ
সহকর্মীর প্রচরনায় পা দেবেন না , বিপত্তি দেখা দিতে পারে । সদুপায় একাধিক আয় বৃদ্ধি হতে পারে । আপনর সন্তানের শরীর ভালোই যাবে । নিজে গুহ্যপীড়ায় ভুগতে পারেন ।
মীন
পৈতৃক ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতি । প্রেমে বিয়োগ ব্যথা হতে পারে । আপনার লটারির ক্ষেত্রে দিনটি শুভ । তেমন কোন শারীরিক সমস্যা হবে না। শ্বশুরকুল সূত্রে অর্থ প্রাপ্তি যোগ ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement