কোভিশিল্ড ও কোভ্যাকসিনের টিকা নেওয়ার পর আদৌ কি তৈরি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা? উত্তর খুঁজছে CSIR

কি খোঁজা হবে? দেখা হবে করোনা সংক্রমণ প্রতিহত করার জন্য অ্যান্টিবডি , টি-সেল কতদিনে তৈরি হচ্ছে। এছাড়াও দেখা হবে টিকার সুরক্ষা সংক্রান্ত দিকগুলি এবং দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়। সিএসআইআর সূত্রে খবর, কলকাতার পাশাপাশি দিল্লি, চণ্ডীগড়, লখনউ, পুণে ও হায়দরাবাদ মিলিয়ে মোট ১২০০ জনের উপরে আগামী দু'বছর ধরে চলবে এই পোস্ট-ভ্যাকসিনেশন বা টিকাকরণ পরবর্তী ইমিউনিটি মনিটরিং ৷

Continues below advertisement

ঝিলম করঞ্জাই, কলকাতা: ভারতে কোভিশিল্ড আর কোভ্যাকসিনের টিকা নেওয়ার পর আদৌ কি তৈরি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা? স্বাধীনভাবে এর উত্তর খুঁজতে সারা দেশজুড়ে গবেষণা শুরু করল কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)।

Continues below advertisement

কি খোঁজা হবে? দেখা হবে করোনা সংক্রমণ প্রতিহত করার জন্য অ্যান্টিবডি , টি-সেল কতদিনে তৈরি হচ্ছে। এছাড়াও দেখা হবে টিকার সুরক্ষা সংক্রান্ত দিকগুলি এবং দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়। সিএসআইআর সূত্রে খবর, কলকাতার পাশাপাশি দিল্লি, চণ্ডীগড়, লখনউ, পুণে ও হায়দরাবাদ মিলিয়ে মোট ১২০০ জনের উপরে আগামী দু'বছর ধরে চলবে এই পোস্ট-ভ্যাকসিনেশন বা টিকাকরণ পরবর্তী ইমিউনিটি মনিটরিং ৷ কলকাতায় দীর্ঘমেয়াদি এই গবেষণার কাজ শুরু করেছে সিএসআইআর অধীনস্থ যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র বিজ্ঞানীরা করছেন। বুধবার আইআইসিবি আনুষ্ঠানিক ভাবে এই ট্রায়ালে স্বেচ্ছাসেবক নিয়োগ শুরু করল কলকাতায়।

কলকাতার গবেষণার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আইআইসিবি-র বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায় জানান, টিকা নেওয়ার আগে ও তার পরে বিভিন্ন পর্যায়ে টানা দু'বছর ধরে টিকা প্রাপকের নানা শারীরিক মাপকাঠি খুঁটিয়ে পরখ করে সেগুলির তুলনা করা হবে। কোভিড সংক্রমণ প্রতিহত করার অ্যান্টিবডি, টি-সেল ইত্যাদির মতো রোগ-প্রতিরোধক ক্ষমতা শরীরে ঠিক কত দিনের মাথায় তৈরি হচ্ছে,সে-সব কত দিন থাকছে এবং কতদিন কার্যকরি থাকছে। দেখা হবে গবেষণায়।এ ছাড়াও টিকার সুরক্ষা সংক্রান্ত দিকগুলি এবং দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়ার দিকও গবেষণা করা হবে।

বুধবার রাজারহাটের টাটা মেডিক্যাল সেন্টারে (টিএমসি) ২০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ শুরু হয়েছে। দীপ্যমানের পাশাপাশি সেই গবেষণায় যুগ্ম দায়িত্বে আছেন টিএমসি-র চিকিৎসক সঞ্জয় ভট্টাচার্য ও সৌম্যদীপ চট্টোপাধ্যায়।

এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে খবর,আজ বৃহস্পতিবার করোনা টিকাকরণের ১৫ তম দিনে ৪৫৫ কেন্দ্রে টিকা দেওয়া হয়। ১৯৫২২ জনকে কোভিশিল্ড টিকা নিয়েছেন। যদিও লক্ষ্যমাত্রা ছিল ৪৫৭০০। অর্থাৎ, ৪৩% টিকা নিতে হাজির হয়েছিলেন। এদিন কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ছিল না। এ ছাড়াও কলকাতার তিনটি মেডিক্যাল কলেজে ৭২ জনকে কোভ্যাকসিনের টিকাও সফলভাবে দেওয়া হয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola