বিষমদে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হলে ডেঙ্গিতে নয় কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
কলকাতা: ডেঙ্গিতে মৃত্যু নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রস্তাব রাজ্যকে। শুক্রবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রস্তাব দেয়, ডেঙ্গিতে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের বিষয়টি বিবেচনা করুক সরকার। এই কথা বলতে গিয়েই বিষ মদে মৃতদের ক্ষতিপূরণের প্রসঙ্গ তোলে আদালত। বেঞ্চের প্রশ্ন, বিষ মদ খেয়ে কারও মৃত্যু হলে সরকার যদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়, তাহলে এক্ষেত্রে দিতে অসুবিধা কোথায়? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এখনই যেন আদালত এনিয়ে কোনও নির্দেশ না দেয়। কারণ এবিষয়ে এখনও সব পক্ষের আইনজীবীর বক্তব্য পেশ করা শুরু হয়নি। বিচারপতিরা জানিয়েছেন, এই মামলা আদালতের কাছে গ্রহণযোগ্য। জনস্বার্থের কথা ভেবে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে আদালত। ডেঙ্গিকে নোটিফায়েড ডিজিজ হিসাবে চিহ্নিত করা হোক। তাহলে এই রোগে আক্রান্ত হয়ে যে যেখানেই ভর্তি হোক না কেন তার তথ্য রাজ্য ও কেন্দ্রের হাতে থাকবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অ্যালাইজা টেস্টের জন্য পর্যাপ্ত মেডিক্যাল কিট হাসপাতালে সরবরাহ করতে হবে। পাশাপাশি, ২০১৩ সালের ডেঙ্গি ও ম্যালেরিয়া সংক্রান্ত মামলায় রোগ প্রতিরোধ সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা কোথায় কীভাবে পালন করা হয়েছে তার তথ্য তলব করেছে আদালত।