এক্সপ্লোর
ইনটেক্সের নয়া স্মার্টফোন অ্যাকোয়া জয়, দাম মাত্র ২,৭৯৯ টাকা

নয়াদিল্লি: ইনটেক্সের নতুন সস্তা দামের স্মার্টফোন অ্যাকোয়া জয় (aqua joy) বাজারে এল। এই ফোনোর দাম ২,৭৯৯ টাকা। কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে এই স্মার্টফোন। খুব শীঘ্রই এই ফোনের বিক্রি শুরু হবে বলে আশা। অ্যাকোয়া জয়-এর ডিসপ্লে ৪ ইঞ্চির, রেজোলিউশন 480×800 পিক্সেল। এতে রয়েছে 1.2GHz কোয়াড-কোর প্রোসেসর, সঙ্গে ৫১২ এমবি র্যাম। ডুয়াল সিমের এই ফোন অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে রয়েছে ফ্ল্যাশ সহ ০.৩ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। ইন্টারন্যাল মেমোরি ৪ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে ৩ জি,জিপিএস,ওয়াই-ফাই, ইউএসবি-র মতো কানেক্টিভিটি। এর ব্যাটারি 1450mAh। সাদা ও কালো-এই দুই রঙে পাওয়া যাবে এই ফোন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















