এক্সপ্লোর
Advertisement
তারাতলায় নরম মাটি বসে ট্রেলার উলটে মৃত্যু সাইকেল আরোহীর
কলকাতা: শহরে বেহাল পথের বলি আরও এক। তারাতলায় নরম মাটি বসে ট্রেলার উলটে মৃত্যু হল সাইকেল আরোহীর।
ভাঙাচোরা রাজপথে দৈনন্দিন ঝুঁকির যাতায়াত। খানা-খন্দ ভরা পথযাত্রায় প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। সেই আশঙ্কাই এবার সত্যি হয়ে কাড়ল প্রাণ। বেহাল পথের বলি সাইকেল আরোহী। এবারও ঘটনাস্থল তারাতলা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে সহকর্মী কানাইলালের সঙ্গে সাইকেলে করে জিঞ্জিরা বাজারের দিকে যাচ্ছিলেন রামবচন নামে এক ব্যক্তি। পাশ দিয়ে যাচ্ছিল ডাল বোঝাই একটি ট্রেলার। আচমকাই তারাতলা রোডে একাংশ বসে ট্রেলারটি উল্টে যায়। চাপা পড়েন রাম বচন।
ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। আনা হয় ৩টি ক্রেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রেলারের তলা থেকে রাম বচনকে উদ্ধার করা হয়। যদিও, শেষরক্ষা হয়নি। এসএসকেএম হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রায় ২০ দিন আগে তারাতলা রোডের ওই অংশ খুঁড়ে বিদ্যুতের তার পাতার কাজ করেছে সিইএসসি। অভিযোগ, কাজ শেষ হওয়ার পর ঠিকমতো মাটি ভরাট করা হয়নি। তার ওপর গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার ওই অংশের মাটি আরও নরম হয়ে যায়। এদিন কয়েক টনের ট্রেলার তার ওপর ওঠামাত্রই দুর্ঘটনা ঘটে।
সাতসকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় তারাতলা রোডে। ক্রেনের সাহায্যে ট্রেলারটিকে সরিয়ে রাস্তা খালি করে প্রশাসন। ট্রেলার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement