এক্সপ্লোর
প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ-অধ্যক্ষ প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি
কলকাতা: বিশ্বমাঝে বিলীন বিশ্বপ্রাণা। প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ-অধ্যক্ষ প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। আগামীকাল সকালে দেহ রাখা হবে মঠে। শ্রদ্ধা জানাবেন ভক্তরা। পরে কাশীপুর শ্মশানে শেষকৃত্য।
দীর্ঘ রোগভোগের পর শনিবার রাত ৮ টা ৪০-এ নিবেদিতা স্কুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণেশ্বরের শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষ। বয়স হয়েছিল ৮৯ বছর। প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বপ্রাণা মাতাজিকে শেষ দেখা দেখতে ভিড় করেন ভক্তরা। রাতে দেহ রাখা হয় নিবেদিতা স্কুলে। চলে স্তোত্র ও গীতা পাঠ।
১৯৫০ সালে নিবেদিতা স্কুলেই শিক্ষক হিসেবে যোগ দেন। মঠ তৈরি হওয়ার পর হন সন্ন্যাসিনী। ২০১৩ সালে হন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষ।
রবিবার সকাল সাড়ে ৭ টায় নিবেদিতা স্কুল থেকে মাতাজির দেহ দেহ নিয়ে যাওয়া হবে দক্ষিণেশ্বরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। সকাল ১০টা নাগাদ দেহ নিয়ে কাশীপুর শ্মশানের উদ্দেশে শুরু হবে শেষ যাত্রা। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement