এক্সপ্লোর
Advertisement
বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল জয়েন্ট ফলপ্রকাশ
কলকাতা: দীর্ঘ টালবাহানার পর গত ২০ জুলাই শুধু মাত্র এ বছরের মতো মেডিক্যাল জয়েন্ট নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে সেই পরীক্ষার ফল।
দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ২ টো থেকে তা জানা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলি হল-- www.examtec.com, www.examresults.net, www.indiaresults.com. www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net।
ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএস করেও। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WBJEE। স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে।
শুক্রবার www.wbjee.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড।
শুরু থেকেই এ বছর মেডিক্যাল জয়েন্ট নিয়ে বিস্তর টানাপোড়েন হয়। সুপ্রিম কোর্ট মেডিক্যালে রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্সে না করে দেওয়ার পর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা চরমে ওঠে। জট কাটাতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, অর্ডিন্যান্স জারি করে এবছরের মতো সরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলিকে অভিন্ন প্রবেশিকা থেকে ছাড় দেওয়ার। সেই অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করার পরই কাটে জট।
পরীক্ষা নেয় এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই মতো গত ২০ জুলাই পরীক্ষায় বসেন ৭৫ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। পরীক্ষার এক মাস পাঁচ দিনের মাথায় বৃহস্পতিবার বেরচ্ছে ফল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement