এক্সপ্লোর
Advertisement
পশ্চিমী ঝঞ্ঝা না কাটায় ঢুকতে বাধা উত্তুরে হাওয়ার, তাই পারদ নামলেও, জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে না কলকাতায়
কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি না কাটলেও পারদ নেমে যাওয়ায় স্বাভাবিকের ঘরে পৌঁছেছে কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় পারদ নেমে যাওয়ায় শীতের অনুভূতি রয়েছে। শ্রীনিকেতনে ৯.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১০.৮ ডিগ্রি এবং কোচবিহারের পারদ নেমেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া এবং আসানসোলে ১২.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ১২.৯ ডিগ্রি, দিঘায় ১৩.৪ ডিগ্রি এবং বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া ভালভাবে ঢুকতে পারছে না এই রাজ্যে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। এই পরিস্থিতি না বদলালে আগামী বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement