নয়াদিল্লি: গত ৫ দিনের লড়াইয়ে সীমান্তে নিহতের সংখ্যা প্রায় ৩৩ জন। অবশেষে সংঘর্ষ বিরতিতে রাজি কম্বোডিয়া এবং তাইল্যান্ড। মূত দুই দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানেই সংঘর্ষ বিরতি রাজি হয় দুই দেশ।
নিঃশর্ত সংঘর্ষ বিরতিতে রাজি কম্বোডিয়া এবং তাইল্যান্ড, কারা ছিলেন বৈঠকে
সোমবার সংঘর্ষে ইতি টানতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট ও তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইকে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আমেরিকা ও চিনের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ কম্বোডিয়া এবং তাইল্যান্ড। ওই বৈঠক শেষেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেন, কম্বোডিয়া এবং তাইল্যান্ড নিঃশর্ত সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তিনি বলেন,'এটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ।' যদিও বিষয়টি এত সহজে মোটেই সম্ভব হয়নি। প্রথমে তাইল্যান্ড প্রস্তাব প্রত্যাখ্যাণ করেছিল। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানায়, সংঘর্ষ না থামে শুল্ক নিয়ে আলোচনা এগোবে না। এরপরেই সংঘর্ষ বিরতি রাজি হয়।
দুই তরফেই একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছিল
তাইল্যান্ড, নাগরিক ও পর্যটকদের জন্য স্থলপথে কম্বোডিয়া যাওয়ার উপর বিধি নিষেধ এনেছে। অপরদিকে, তাইল্যান্ড থেকে আগত ফল,বিদ্যুৎ, ই্ন্টারেট পরিষেবা-সহ একাধিক আমদানিজাত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কম্বোডিয়াও। কম্বোডিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মে মাস থেকে লক্ষ লক্ষ শ্রমিক, তাইল্যান্ড ফিরে এসেছে। মূলত গতসপ্তাহে তাইল্যান্ডের এক সেনা ল্যান্ডমাইন্ড বিস্ফোরণের পর পা হারানোর পরেই উত্তেজনা ছড়ায়।
সীমান্তের প্রবেশপথ বন্ধ
তাইল্যান্ড , কম্বোডিয়ার সঙ্গে তাঁদের সীমান্তের প্রবেশপথ বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ভোরে তাঁদের মধ্যে গুলিবর্ষণ চলে। উভয়পক্ষই এর দায় একে অন্যের উপর চাপায়। তাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, তাঁদের দেশে নিহতদের অধিকাংশই রকেটহানায় প্রাণ হারিয়েছে। অপরদিকে কম্বোডিয়া জানিয়েছে, তাঁদের দিকে অন্ততপক্ষে ১৩ জন মারা গিয়েছে, যাদের ৮ জন বেসামরিক নাগরিক।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)