এক্সপ্লোর
Advertisement
কোভিড ১৯ লকডাউনের বিধি ভাঙায় ১১ তবলিগ জামাত সদস্য়ের বিরুদ্ধে মামলা দায়ের হায়দরাবাদে
হাবিবনগরের ইনস্পেক্টর সংবাদ সংস্থাকে বলেছেন, দিল্লির নিজামু্দ্দিন মারকাজে যোগদানের পর আট ইন্দোনেশিয় এখানে মাল্লেপল্লি মারকাজ অফিসে এসে বাকি তিন সদস্য়ের সাহায্য়ে ধর্মীয় প্রচার চালিয়ে যায়।
হায়দরাবাদ: ১১ তবলিগি জামাত সদস্যের বিরুদ্ধে লকডাউন সংক্রান্ত সরকারি গাউডলাইন ভাঙায় মামলা দায়ের করা হয়েছে। এদের তিনজন হায়দরাবাদের, বাকি ৮ জনই ইন্দোনেশিয়ার। এ ব্যাপারে হাবিবনগরের ইনস্পেক্টর সংবাদ সংস্থাকে বলেছেন, দিল্লির নিজামু্দ্দিন মারকাজে যোগদানের পর আট ইন্দোনেশিয় এখানে মাল্লেপল্লি মারকাজ অফিসে এসে বাকি তিন সদস্য়ের সাহায্য়ে ধর্মীয় প্রচার চালিয়ে যায়। ওই তিনজন হল অফিস সভাপতি, সচিব আর গাইড। তাদের কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ। ইনস্পেক্টর বলেন, সরকার জমায়েত এড়িয়ে চলার মতো যেসব নির্দেশিকা জারি করেছিল, ওরা সেগুলি ভেঙেছে, অন্যান্য কোয়ারেন্টিন সংক্রান্ত নিয়মবিধিও মানেনি। তাই ওদের বিরুদ্ধ সংশ্লিষ্ট ধারায় আমরা মামলা রুজু করেছি। এখন ওরা কোয়ারেন্টিনে আছে।
এদিকে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ১২ এপ্রিল ২৮টি নতুন কোভিড ১৯ সংক্রমণের ঘটনা সামনে আসায় তেলঙ্গানায় করোনাভাইরাস পজিটিভের সংখ্যা বেড়়ে ৫৩১ হয়েছে বলে জানিয়েছেন। তিনি ফের নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সমাবেশে হাজির থাকা রাজ্যের সব মানুষকে করোনাভাইরাস সংক্রমণের টেস্ট করানোর জন্য এগিয়ে আসার আবেদন করেছেন ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement