Onion Price: ফের বাড়তে পারে পেঁয়াজের দামও? ৪০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত সরকারের

Export Duty on Onion Price: শনিবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

Continues below advertisement

নয়া দিল্লি: প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। আদা-টম্যাটো হোক কিংবা মাছ-মাংস। এর মধ্যেই পেঁয়াজের (Onion) উপর ৪০ শতাংশ শুক্ল বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার অর্থমন্ত্রকের (Ministry of Finance) তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।                                                                   

Continues below advertisement

মূল্যবৃদ্ধি রোধ করতে এবং অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে শনিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা জনানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপিত থাকবে৷ সেই সঙ্গে, ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে পারে এমন খবরের মধ্যেই রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র ৷

সম্প্রতি টম্যাটো নিয়ে জোর ধাক্কা খেয়েছিল সরকার ৷ তার পুনরাবৃত্তি আর যে চাইছে না কেন্দ্র বিশেষত লোকসভা ভোটের আগে তা রফতানি শুল্কের বৃদ্ধিতেই স্পষ্ট ৷ সামনেই দেশে উৎসবের মরশুম ৷     

সূত্রের খবর, গত সপ্তাহেই সরকার জানিয়ে দিয়েছিল, অবিলম্বে মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়তে হবে ৷ কারণ হিসাবে সরকারের বক্তব্য ছিত, আগামী অক্টোবর মাসে নতুন পেঁয়াজ বাজারে আসবে৷ তার আগে স্টক যতটা কমানো যায় তার জন্য ব্যবসায়ীদের আগাম জানানো হয়েছিল ৷ 

আরও পড়ুন, জুনে ৪.৮৭% থেকে জুলাইয়ে ৭.৪৪%, দেশে খুচরো মূল্যবৃদ্ধির হারে চিন্তা নানা মহলে

সূত্রে খবর, গত বছরের তুলনায় চলতি সরশুমে বেড়েছে পেঁয়াজের দাম৷ ১০ অগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী খোলা বাজারে ২৭.৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ কিন্তু তাতেই সরকারের কপালে ভাঁজ পড়েছে৷ তিন লক্ষ টন পেঁয়াজ এই মুহূর্তে মজুত আছে৷ যা অবিলম্বে বিভিন্ন উপায়ে ছাড়তে বলা হয়েছে সরকারের তরফে৷ 

সামনেই উৎসবের মরশুম ৷ সেই সময় বাড়তে পারে পেঁয়াজের দাম ৷ আর সে কারণেই মজুত করে রাখা হয়েছে পেঁয়াজ ৷ অন্যদিকে, টমেটোর দামও বেড়েছে অনেকটা। সেঞ্চুরি পার করে ফেলেছে টমেটো। তবে কিছু দিনের মধ্যেই ৮০ টাকা কেজিতেবিক্রি হতে চলেছে টমেটো। এমনই মনে করছেন ব্যবসায়ীদের একাংশ।

Continues below advertisement
Sponsored Links by Taboola