নয়া দিল্লি: বেকারদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার (Central Govt)। আইটি (IT Company) এবং হার্ডওয়ারে আরও ২৭টি প্রতিষ্ঠান এবার যোগ হল বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnab)। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আইটি-হার্ডওয়ারের ক্ষেত্রে একটি নয়া স্কিমের অনুমোদন দিয়েছিলেন। এর ফলে আরও আগ্রহী হয়েছে আইটি সংস্থাগুলি।
এদের মধ্যে ২৩টি প্রতিষ্ঠান তৈরি রয়েছে তাদের কাজের জন্য। বাকি ৪টি প্রতিষ্ঠান তাদের কাজ ৯০ দিনের মধ্যে শুরু করে দেবে। ফলে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। সরাসরি এখানে কাজ পাবেন ৫০ হাজার মানুষ। পরোক্ষভাবে কাজ পাবেন আরও ৫০ হাজার। ২ লক্ষ বেকারের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হবে।
কেন্দ্রীয় বাজেটে এই কাজের জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ছোটো কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ কম দামে বাজারে নিয়ে আসাই এখন প্রধান টার্গেট। মেক ইন ইন্ডিয়ার কাজে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই জোর দিয়ে এসেছে বলে জানালেন অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া, রয়েছে ১১০টি শূন্যপদ
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI