নয়াদিল্লি:  খালি চোখে দেখা যাচ্ছে না। অথচ সামনেই রাস্তায় গর্ত রয়েছে। বাঁক নিয়ে একটু এগোলেই হয়ত রয়েছে বাম্পার এবং স্পিডব্রেকার। আগে থাকতেই তার জানান পেয়ে যাবেন চালকরা। রবিবার এমনই  সড়কপথ পরিচালনা অ্যাপ (Road Safety Navigation App) সামনে আনল কেন্দ্রীয় সরকার। এর গাড়ি চালানোর সময় আর সমস্যায় পড়তে হবে না চালকদের। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক (Union Ministry of Road Transport and Highways (MoRTH)। 


আইআইটি মাদ্রাজ (IIT Madras), ডিজিটাল প্রযুক্তি সংস্থা ‘ম্যাপ মাই ইন্ডিয়া’র (MapmyIndia) সঙ্গে মিলে চালক এবং যাত্রীদের নিরাপত্তায় এই বিশেষ অ্যাপ তৈরি হয়েছে। রাস্তায় গাড়ি নিয়ে নামলে আগাম বিপদ থেকে সতর্ক করে এই অ্যাপ। দু'রকম ভাবে এই পরিষেবা পাওয়া যায়, ফোনে ভয়েস এবং ভিস্যুয়াল অ্যালার্ট। অর্থাৎ বিপদ বুঝে কণ্ঠস্বরের মাধ্যমে সতর্কবার্তা পাবেন চালকরা। আবার কত দূরে, কী বিপদ অপেক্ষা করছে, স্ক্রিনে তা ফুটে উঠতেও দেখা যাবে। সড়ক নিরাপত্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করতে চলেছে আইআইটি মাদ্রাজ এবং ‘ম্যাপ মাই ইন্ডিয়া’।


আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল লক করতে চান মোবাইল, কম্পিউটার থেকে ? জেনে নিন উপায়


কেন্দ্র জানিয়েছে, মানুষ যত বেশি গতিনির্ভর হয়ে পড়েছেন, তত বেশি পথ দুর্ঘটনা ঘটছে। অনেক সময় অচেনা রাস্তায় বিপদে পড়লে কিছু বুঝে উঠতে না পারায় দুর্ঘটনা ঘটে। এমন ক্ষেত্রে এই অ্যাপ কাজে লাগবে। রাস্তায় গর্ত, বাঁক, বাম্পার, স্পিডব্রেকার থাকলে, আগে থাকতে তার জানান দেবে। শুধু তাই নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকেও চিহ্নিত করতে সক্ষম এই অ্যাপ।


‘ম্যাপ মাই ইন্ডিয়া’ অ্যাপটি ডেভলপ করেছে। সেটির নাম রাখা হয়েছে ‘মুভ’। ২০২০ সালে এই অ্যাপ কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর অ্যাপ উদ্ভাবন প্রতিযোগিতায় জয়ী হয়। শুধু পথনির্দেশ বা বিপদ এড়াতেই নয়, কোথাও দুর্ঘটনা ঘটলে, রাস্তার সমস্যা চোখে পড়লে, বিপজ্জন জায়গা সম্পর্কে অবহিত করতেও এই অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপের যাবতীয় তথ্যের নিয়ন্ত্রণ থাকবে আইআইটি মাদ্রাজ এবং ‘ম্যাপ মাই ইন্ডিয়া’র হাতে। রাস্তার হাল ফেরাতে এই অ্যাপ ব্যবহার করবে সরকার।