নয়াদিল্লি: আর কদিন পরেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা। তার আগে যাত্রীদের জন্য নতুন ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে আসছে উত্তরাখণ্ড সরকার। তিনটি বিষয় রয়েছে এতে, এই পদ্ধতিতে চারধাম যাত্রীদের পরিচয়পত্র ও নথি, একটি কিউআর কোড এবং একটি রিস্ট ব্যান্ড থাকবে। নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


নতুন ভেরিফিকেশন:
এএনআই সূত্রে খবর, রিস্ট ব্য়ান্ড, নথি-সহ করানো রেজিস্ট্রেশনের কাগজ গ্রহণযোগ্য। একজন দর্শনার্থীর রেজিস্ট্রেশন ঠিক রয়েছে কিনা তা দেখার জন্য মোবাইলে কিউআর কোড স্ক্যান করা যাবে। 


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন বলেই জানানো হয়েছে। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেছেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।' চামোলির জেলাশাসক জানিয়েছেন, সব সংশ্লিষ্ট দফতরকে যাত্রা শুরুর আগেই যাবতীয় কাজ সেরে রাখতে বলা হয়েছে। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সম্প্রতি বদ্রীনাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন।  সেখানে যাবতীয় প্রস্ততি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


কোথায় কবে:
১১ মার্চ থেকেই রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন চারধাম যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছে। ২২ এপ্রিল থেকে শুরু হবে এই যাত্রা। উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম (Chardham) তীর্থ হিন্দু ধর্মাবলম্বীরা অন্যতম পবিত্র তীর্থ বলে মনে করে। চারটি স্থান নিয়ে হয় এই চারধাম যাত্রা। বদ্রীনাথ (Badrinath), কেদারনাথ (Kedarnath), গঙ্গোত্রী এবং যমুনোত্রী।


হিমালয়ের উচ্চ পার্বত্য এলাকায় অবস্থিত এই চারধাম বছরের ৬ মাস বন্ধ থাকে। গরমের মরসুমে এপ্রিল-মে মাস নাগাদ ওটা খোলে। শীতের আগে আবার বন্ধ হয়ে যায়। যে সময় ওই তীর্থস্থান খোলে। সেই সময়েই দর্শনার্থীদের জন্য় খুলে দেওয়া হয় মন্দির, তখনই উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।


এপ্রিলেই শুরু হচ্ছে চারধাম যাত্রা (Chardham Yatra)। ২২ এপ্রিল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির খুলছে। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলছে। 


আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই