LIVE UPDATES: মধ্যরাতে লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল, টুইটারে উচ্ছ্বাসপ্রকাশ প্রধানমন্ত্রীর, অভিনন্দন জানালেন অমিত শাহকে

এর ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হওয়া অমুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Dec 2019 12:29 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আপত্তি ও উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় পেশ করতে চলেছেন নাগরিকত্ব সংশোধনী বিল। কেন্দ্রীয় সরকারের দাবি, এর ফলে অনুপ্রবেশ সমস্যায় পাকাপাকিভাবে লাগাম...More

অনেক বিতর্কের পর লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ৩১১-৮০ ভোটে পাস হল এই বিল। আর তারপরই উচ্ছ্বাস প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। পরপর দুটি টুইট করেন তিনি। প্রধানমন্ত্রী প্রথমে টুইট করেন, ‘সমৃদ্ধ আর বিস্তারিত আলোচনার পর নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমি ভীষণ খুশি। যাঁরা বিলটিকে সমর্থন করলেন, সেই সমস্ত সাংসদ এবং রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ। ভারবর্ষের শতাব্দীপ্রাচীন মানবিক বোধ এবং আত্মীকরণের সরণি মেনেই এই বিল।’ দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের সমস্ত খুঁটিনাটি খুব সহজে বুঝিয়ে বলার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অভিনন্দন জানাব। আলোচনার সময় সাংসদদের সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাবও দিয়েছেন উনি।’ সব মিলিয়ে বিজেপি শিবিরে যুদ্ধজয়ের আবহ।