নয়াদিল্লি: নতুন সংসদ ভবনে বৃষ্টির জল পড়া নিয়ে এমনিতেই বিরোধীদের আক্রমণের মুখে পড়ে অস্বস্তিতে রয়েছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার মাঝেই শুক্রবার একটি বাঁদরের অবলীলায় নতুন সংসদে ভবনে (Monkey Entered Parliament) ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করে সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Congress leader Jairam Ramesh)।
নিজের এক্স হ্যান্ডেল থেকে আট সেকেন্ডে ওই ভিডিওটি শেয়ার করে শিরোনামে জয়রাম রমেশ লিখেছেন, "আজকে মাঙ্কি বাত মোদি ম্যারিয়টের ভেতরে, যা নতুন সংসদ ভবন হিসেবেও পরিচিত।"
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁদরটি নতুন সংসদ ভবনের ভেতরে সাংসদদের জন্য রিজার্ভ থাকা লবিতে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে।
আরেক কংগ্রেস নেতা রাজীব রেড্ডিও ওই বাঁদরের অন্য একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে বাঁদরকে আরাম করে সাংসদদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে।
ওই পোস্টে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "বাঁদরটি জলমগ্ন দিল্লি থেকে নিজেকে বাঁচাতে সংসদ ভবনে পৌঁছে গেছে। কিন্তু, সেখানে গিয়েও সে সংসদে জল পড়তে দেখেছে।"
দুদিন আগেই নতুন সংসদের ভবনের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিও প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ মণিকম টেগোর নতুন সংসদ ভবনের একটি লবিতে ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিওটি পোস্ট করেছিলেন। তাতে দেখা যাচ্ছিল, যেখান থেকে জল পড়ছিল তার নিচে একটি বালতি রাখা ছিল জল ধরার জন্য। ভিডিওটির শিরোনামে মণিকম টেগোর লিখেছিলেন, "বাইরে পেপার লিকেজ আর ভেতরে ওয়াটার লিকেজ।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।