অরুণ কুমার,হামিরপুর: ভগবানকে ভালোবেসে অনেক কিছুই করেন ভক্তরা। যার মধ্যে কিছু জিনিস হতবাক করে দেয় অন্যদের। সেইরকমই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর-বুন্দেলখণ্ডে। সেখানকার একজন মহিলা লাড্ডু গোপালকে (Laddu gopal) এতটাই ভালো বেসে ফেলেছেন যে তাঁকে পড়ানোর জন্য স্কুলে ভর্তি করে দিয়েছেন। এর জন্য প্রতি মাসে ওই মহিলাকে স্কুলে ২ হাজার টাকা করে মাইনেও দিতে হবে। শুধু তাই নয়, লাড্ডু গোপালের দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকারও রেখেছেন তিনি। এই ঘটনার কথা যখন ওই মহিলার গ্রামের লোকেরা শোনেন তখন হতবাক হয়ে যান তাঁরা।
আরও পড়ুন: Viral News: মোবাইল-টিভি দেখতে বাধা, মা-বাবার বিরুদ্ধে থানায় ছেলেমেয়ে, মামলা উঠল আদালতে
সম্প্রতি জালালপুর থানার অন্তর্গত ভেডি গ্রামের বাসিন্দা ওই মহিলা গ্রামের বাড়িতে আসার সময় একটি লাড্ডু গোপালের মূর্তি নিয়ে এসেছিলেন। গ্রামের লোকেরা তাঁর সঙ্গে এই মূর্তি নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে ওই মহিলা জানান যে তিনি লাড্ডু গোপালকে নিজের ছেলে মনে করেন। সেইভাবে তার দেখাশোনাও করেন। তিনি আরও জানান, লাড্ডু গোপালের বর্তমানে ২ বছর বয়স। আর বাচ্চাদের সঙ্গে তাকে রাখার উদ্দেশ্যে লখনউের একটি বেসরকারি স্কুলে নার্সারি ক্লাসে ভর্তিও করিয়েছেন।
স্কুলে লাড্ডু গোপালকে নিয়ে যাওয়া ও নিয়ে আসা আর পুজো এবং আরতি করার জন্য একজন কেয়ারটেকার রেখেছেন ওই মহিলা। পাশাপাশি লাড্ডু গোপালের জন্য স্কুলের ব্যাগ, টিফিন বক্স, বই ও জলের বোতল সহ অন্যান্য জিনিসও কিনেছেন। যা শুনে অবাক হয়েছেন সবাই।
আরও পড়ুন: Viral Video: ভারী বর্ষণে রাস্তা হারাল ট্রেন, ছাতামাথায়-টর্চহাতে পথ দেখালেন রেলকর্মীরা
ওই মহিলা আরও জানান, তিনি লখনউের চিনহট এলাকায় থাকতেন আর তাঁর একটি সন্তান ছিল না। তাই তিনি লাড্ডু গোপালকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়ে তার নাম লাড্ডু ভাইয়া রেখেছেন। যার বয়স এখন দু বছর। লাড্ডু গোপালকে স্কুলে ভর্তি করে তার দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রেখেছেন। যিনি লাড্ডু গোপালের পুজো সহ সমস্ত কাজ করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।