এক্সপ্লোর
আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগীর
পাত্র ট্য়ুইট করেছেন, বিশ্বাসই হচ্ছে না, আমার বন্ধু তথা কংগ্রেস মুখপাত্র রাজীব ত্য়াগী আর আমাদের মধ্যে নেই। জীবন সত্যিই বড় অনিশ্চিত।

নয়াদিল্লি: কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী। জাতীয় সংবাদ মাধ্যমে, বিশেষত টিভি বিতর্কে পরিচিত মুখ ছিলেন তিনি। কংগ্রেস ট্যুইট করেছে, শ্রী রাজীব ত্যাগীর আচমকা প্রয়াণে গভীর শোকাহত আমরা। একজন কট্টর কংগ্রেস, সত্যিকারের দেশপ্রেমিক। এই শোকের সময় তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি রইল আমাদের সমবেদনা, ভাবনা। প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও ট্যুইট করেছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর প্রয়াণ আমার ব্য়ক্তিগত ক্ষতি, আমাদের কাছেও অপূরণীয় লোকসান। আদর্শে চালিত ব্যক্তি বলেও উল্লেখ করে ত্যাগীর পরিবারকে শোক, সমবেদনা জানিয়েছেন তিনি।
भारतीय राष्ट्रीय कांग्रेस के प्रवक्ता श्री राजीव त्यागी जी की असामयिक मृत्यु मेरे लिए एक व्यक्तिगत दुःख है। हम सबके लिए अपूर्णीय क्षति है।
राजीव जी विचारधारा समर्पित योद्धा थे। समस्त यूपी कांग्रेस की ओर से परिजनों को हृदय से संवेदना।
ईश्वर उनके परिवार को दुख सहने की शक्ति दें। pic.twitter.com/GpdsAeKwxo
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 12, 2020
আজ ত্যাগী নিজেই ট্য়ুইট করে বিকাল ৫টায় একটি জাতীয় স্তরের হিন্দি টিভি চ্যানেলে বসছেন বলে জানিয়েছিলেন। বিজেপি নেতা সম্বিত পাত্রও ত্য়াগীর মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তার কয়েক মিনিট আগেও উনি একটি টিভি বিতর্কে ছিলেন। পাত্র ট্য়ুইট করেছেন, বিশ্বাসই হচ্ছে না, আমার বন্ধু তথা কংগ্রেস মুখপাত্র রাজীব ত্য়াগী আর আমাদের মধ্যে নেই। বিকাল ৫টায় একটি চ্যানেলে বিতর্ক করলাম। জীবন সত্যিই বড় অনিশ্চিত। বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















