নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে প্রচারকার্য তুঙ্গে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আক্রমণ, প্রতি আক্রমণ। কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধীর (Rahul gandhi) কথাতেও তার আঁচ পাওয়া গেল। বিজেপি-কে (BJP) আক্রমণ করতে গিয়ে মহাত্মা গাঁধী বনাম নাথুরাম গডসের তুলনা টানলেন তিনি। বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার আদর্শগত পার্থক্য বোঝাতেই এই তুলনা টানলেন তিনি। কংগ্রেস ক্ষমতায় এলে দেশে জাতিভিত্তিক জনগণনা হবে বলেও দিলেন প্রতিশ্রুতি। 


'জন আক্রোশ' সভা থেকেই মহাত্মা বনাম নাথুরামের তুলনা টানেন তিনি


বিধানসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশের শাজাপুরের নির্বাচনী প্রচারসভায় বক্তৃতা করছিলেন রাহুল। সেই 'জন আক্রোশ' সভা থেকেই মহাত্মা বনাম নাথুরামের তুলনা টানেন তিনি। রাহুল বলেন, "এটা আদর্শের লড়াই। এক দিকে, কংগ্রেস, অন্য দিকে RSS এবং বিজেপি। এক দিকে, মহাত্মা গাঁধী, অন্য দিকে, নাথুরাম গডসে। এই লড়াই ঘৃণা বনাম সৌভ্রাতৃত্বের।"


রাহুল আরও বলেন, "ওরা (বিজেপি) যেখানে যায়, ঘৃণা ছড়ায়। বর্তমানে মধ্যপ্রদেশের কৃষক এবং যুবসমাজও ওদের ঘৃণা করতে শুরু করেছেন। মানুষের সঙ্গে যা করেছে, এখন ফেরত পাচ্ছে ওরা। মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি আমরা। কৃষক, মহিলা, তরুণদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা কিছু কথা বলেছেন। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে, দেশের আর কোথাও হয়নি।"


আরও পড়ুন: RS 2000 Currency: আজই শেষ দিন নয়, ২০০০ টাকার নোট বদলে নিতে আরও এক সপ্তাহ সময় দিল RBI


এ প্রসঙ্গে ধামাচাপা পড়ে যাওয়া ব্যাপম দুর্নীতির প্রসঙ্গও টানেন রাহুল। বলেন, "ব্যাপম দুর্নীতি গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। MBBS ডিগ্রি দাঁড়িপাল্লায় চাপিয়ে বিক্রি হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, বিক্রি করা চলছে। মহাকাল লোক করিডর তৈরিতেও ব্যাপক দুর্নীতি হয়েছে।" সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হলেও, তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণি উপজাতি মেয়েদের কেন সংরক্ষণ দেওয়া হল না, প্রশ্ন তোলেন তিনি। 


কেন্দ্রে ক্ষমতায় এলে জাতিভিত্তিক গণনা হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল


কৃষকদের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে রাহুল বলেন, "কৃষকরা বললেন, ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। ছত্তীরসগঢ়ে চালের দাম ২৫০০ টাকা দিয়েছি আমরা। কথা দিয়েছিলাম, সেই কথা রেখেছি।" মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে জাতিভিত্তিক জনগণনা হবে বলেও কথা দেন রাহুল। শুধু মধ্যপ্রদেশেই নয়, কেন্দ্রে ক্ষমতায় এলেও জাতিভিত্তিক গণনা হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল।