সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আজও দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে যুবসমাজ। 'অগ্নিপথ' প্রকল্প ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার মধ্যেও ভাটা পড়েনি সেই স্বপ্নে। বাংলার যুবসমাদের সেই স্বপ্নপূরণের অন্যতম মাধ্যম হয়ে উঠল পুরুলিয়ার সৈনিক স্কুল। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বিপুল সাফল্য পেল তারা, যাতে গর্ববোধ করছেন পরীক্ষার্থী থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, সকলেই। (Purulia News) ইন্টারভিউ শুধু বাকি।


স্কুল থেকে সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ জন, উত্তীর্ণ হলেন ৩৬ জন


ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বড় সাফল্য পেল পুরুলিয়া সৈনিক স্কুল। স্বপ্ন দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তাই স্কুল থেকে সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ জন। ওই ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হলেন ৩৬ জন। এই সাফল্যে গর্বিত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এই মুহূর্তে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। (Sainik School Purulia)


দেশের ২৭টি সৈনিক স্কুলের মধ্যে সাফল্যের হারে পঞ্চম স্থানে পুরুলিয়ার সৈনিক স্কুল। এই স্কুলে পড়াশোনা করেছেন বাযুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহা। ছাত্রদের এই সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষরা। গত ৩ সেপ্টেম্বর ইউপিএসসির অধীনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা হয়। ২৭ সেপ্টেম্বর তার ফল বেরিয়েছে। এবার অপেক্ষা ইন্টারভিউয়ের।


সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল বেরনোর দু'সপ্তাহের মধ্যে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে পরীক্ষার্থীদের। সেই অনুযায়ী ইন্টারভিউয়ের দিন ক্ষণ এবং জায়গা বরাদ্দ করা হবে। ইমেল মারফত সব তথ্য পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।


আরও পড়ুন: Suvendu Adhikari: ফেব্রুয়ারির শেষেই লোকসভা নির্বাচন! দাবি শুভেন্দুর, আগেই আশঙ্কা প্রকাশ করেন মমতা


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর তরফে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সার্ভিসেস সিলেকশন বোর্ড (SSB) তাদের ইন্টারভিউ নেবে এবং সেই অনুযায়ী ভারতীয় সেনা, নোবাহিনী এবং বায়ুসেনায় ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ২০২৪ সালের ২ জুলাই থেকে শুরু হবে পঠনপাঠন।


বয়সের আসল প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে


ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। সঙ্গে রাখতে হবে বয়সের আসল প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। SSB-র কাছে জমা দিতে হবে যাবতীয় নথিপত্র। এর পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে, পরীক্ষার্থীদের মার্কশিট প্রকাশিত হবে কমিশনের ওয়েবসাইট  upsc.gov.in-এ।  


Education Loan Information:

Calculate Education Loan EMI