নয়াদিল্লি: আগামী বছরেই লোকসভা ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একই মঞ্চে আনার জন্য চেষ্টা চলছে। কয়েকদিন আগেই নীতিশ কুমারের ডাকে পটনাতে ১৫টি বিরোধী রাজনৈতিক দলকে গিয়ে বৈঠকও হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিল না কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। এবার তেলঙ্গানাতে গিয়ে দলীয় সভা থেকে সেই দলটিকেই নিশানা করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর স্পষ্ট বার্তা, যে বিরোধী মঞ্চে বিআরএস (BRS) থাকবে সেখানে কংগ্রেস কোনওভাবেই থাকবে না। সেই কথা বাকি বিরোধী দলগুলিকেও জানানো হয়েছে বলে দাবি করেন রাহুল গাঁধী। শুধু তাই নয়, কে চন্দ্রশেখর রাওয়ের দলকে বিজেপির বি টিম বলেও আক্রমণ শানালেন তিনি। BRS- কে বিজেপি রিস্তেদার সমিতি বলেও তুলোধনা করেন রাহুল। তাঁর দাবি, কে চন্দ্রশেখর রাওয়ের রিমোট কন্ট্রোল আদতে নরেন্দ্র মোদির হাতে থাকে।
রাহুলের অভিযোগ, একাধিক দুর্নীতির কারণে কে চন্দ্রশেখর রাও এবং তাঁর দল বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলে। তেলঙ্গানার খাম্মাম থেকে এভাবেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে নিশানা করলেন রাহুল।
সামনেই তেলঙ্গানায় (Telengana) নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেখানে কংগ্রেসের সঙ্গে মূল লড়াই ভারত রাষ্ট্র সমিতির। এদিন খাম্মাম থেকেই কার্যত কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু করেন রাহুল। তাঁর কটাক্ষ, 'BRS আদতে বিজেপি রিস্তেদার সমিতি। কে চন্দ্রশেখর রাও মনে করেন তিনি রাজা এবং তেলঙ্গানা তাঁর রাজত্ব।'
তেলঙ্গানার ভোট প্রচারে গিয়ে কর্নাটকের নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন রাহুল গাঁধী। তিনি বলেন, 'কর্নাটকে দুর্নীতিপরায়ণ এবং গরিব-বিরোধী একটি সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস। দরিদ্র, ওবিসি, সংখ্য়ালঘু এবং নিপীড়িতদের নিয়ে সেই লড়াই জিতেছে কংগ্রেস।' প্রায় একই ঘটনা তেলঙ্গানাতেও ঘটবে বলে তাঁর দাবি। রাহুলের হুঁশিয়ারি, 'এখানে একদিকে ধনী এবং ক্ষমতাশালী লোকজন। অন্য়দিকে দরিদ্র, আদিবাসী, সংখ্যালঘু, কৃষক এবং ছোট ব্যবসায়ীরা রয়েছেন। কর্নাটকে যা হয়েছে এখানেও তা হবে।'
আগে রাহুল বলেছিলেন তেলঙ্গানায় বিজেপি, কংগ্রেস এবং বিআরএস-এর মধ্য়ে ত্রিমুখী লড়াই হবে। কিন্তু রবিবার তিনি বলেন, 'গোটা তেলঙ্গানার বিজেপি নেই। তাই এখন কংগ্রেস এবং বিজেপির বি টিমের মধ্যে লড়াই হবে।'
সম্প্রতি পটনায় বিজেপি বিরোধী দলগুলির যে মিটিং হয়েছিল, তাতে বিআরএস ছিল না। সম্প্রতি বেঙ্গালুরুতেও ফের একসঙ্গে বসার কথা ওই বিরোধী দলগুলির। যদিও তাতে বিআরএস-এর যোগ দেওয়ার খবর এখনও নেই।
আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে